গেরুয়া রং নিয়ে গায়ক অরিজিৎ সিংয়ের মন্তব্যে দ্বিধাবিভক্ত বিজেপি। একদিকে বিজেপি নেতা যখন দাবি করছেন, ‘চাপের মুখে একথা বলেছেন অরিজিৎ’ তখন দলের আরেক নেতা দিলীপ ঘোষ, গায়কের মন্তব্যকে সমর্থন করেছেন।
রবিবার বিধাননগরে অরিজিতের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গেলে দিলীপ ঘোষ বলেন, ‘অরিজিৎ সিং ঠিকই বলেছেন। গেরুয়া তো স্বামী বিবেকানন্দের রং। এখানে যদি গেরুয়া নিয়ে গান না করেন তাহলে কি ভ্যাটিকান গিয়ে করবেন? কিন্তু এই সরকার কিছুই সহ্য করতে পারে না।
যদিও দিলীপবাবুর সঙ্গে একমত নন দলের আরেক নেতা রাহুল সিনহা। তিনি বলেন, ‘এখন তিনি চাপের জন্য এই ধরনের কথা হয়তো বলছেন। রাজ্য শাসকদের গুন্ডা বাহিনী অরিজিতের বিরুদ্ধাচারণ করতে শুরু করেছিল। একজন শিল্পী হিসেবে তিনি কখনও এই ধরনের পরিস্থিতির মুখে পড়েননি। তাই আমার মনে হয় ভয় পেয়েই তিনি এই কথা বলেছেন।
শনিবার কলকাতা লাগোয়া অ্যাকোয়াটিকা ময়দানে ছিল অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠান। সেখানে তিনি রং দে তু মোহে গেরুয়া গানের বাণী নিয়ে বিতর্কে মুখ খোলেন তিনি। বলেন, ‘গেরুয়া রঙটা তো সন্ন্যাসীদের রং। স্বামীজির রঙ’। কলকাতা চলচ্চিত্র অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ও শাহরুখ খানের সামনে ‘রং দে তু মোহে গেরুয়া’ গেয়েছিলেন অরিজিৎ। তার পরই নিউ টাউনের ইকো পার্কে অরিজিতের গানের অনুষ্ঠানের অনুমতি বাতিল করে দেয় সরকার। শনিবারের অনুষ্ঠানে গেরুয়া পাগড়ি পরে গান পরিবেশন করেন অরিজিৎ সিং।