চিড়িয়াখানা হল এমন একটি দর্শনীয় স্থান যেখানে আট থেকে আশি সকলেই পশুপাখি দেখতে ভিড় জমান। সেক্ষেত্রে এত বড় চিড়িয়াখানায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরতে অনেকটাই সময় লেগে যায়। তাছাড়া বিশেষভাবে সক্ষম এবং বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে এত বড় চিড়িয়াখানা ঘুরতে গিয়ে সমস্যায় পড়তে হয়। সেই কথা মাথায় রেখেই এবার চিড়িয়াখানায় চালু হল ব্যাটারি চালিত গাড়ি। এই ব্যাটারি চালিত গাড়ি চালু হওয়ার কথা আগেই জানানো হয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে। এবার সেটি চালু হল।
আরও পড়ুন: আলিপুর চিড়িয়াখানায় আসছে পেঙ্গুইন ও বিশ্বের সব থেকে বড় সাপ
প্রাথমিকভাবে চিড়িয়াখানায় ১০টি ব্যাটারি চালিত গাড়ি চালু করা হয়েছে। সাংসদ মালা রায় অনেক আগেই চিড়িয়াখানা কর্তৃপক্ষকে নিজের সাংসদ তহবিল থেকে এই ১০টি ব্যাটারি চালিত গাড়ি উপহার দিয়েছেন। সেই গাড়িগুলিই আজ শুক্রবার থেকে দর্শকদের জন্য চালু করা হচ্ছে। জানা গিয়েছে, বিশেষভাবে সক্ষম এবং বয়স্করা বিনামূল্যে এই গাড়িতে পরিষেবা পাবেন। তবে অন্যান্য দর্শনার্থীদের ক্ষেত্রে এই পরিষেবার জন্য টিকিট কাটতে হবে। সে ক্ষেত্রে ঘণ্টায় ১০০ টাকা হারে টিকিট কাটতে হবে। দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানার মধ্যেই আলাদা কাউন্টার থাকবে। সেই কাউন্টার থেকেই এরজন্য টিকিট কাটতে পারবেন দর্শনার্থীরা। এছাড়া চিড়িয়াখানায় একটা গাইডেড ট্যুর পেতে পারেন আগ্রহী দর্শনার্থীরা।
প্রসঙ্গত, চিড়িয়াখানাকে এই ১০ টি ব্যাটারি চালিত গাড়ি উপহার দেওয়া হয়েছিল গত বছরের ডিসেম্বরে। একটি অনুষ্ঠানের মাধ্যমে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এই গাড়িগুলি চিড়িয়াখানা কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছিলেন। এর পাশাপাশি পশুর চিকিৎসার জন্য দুটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল চিড়িয়াখানাকে। আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত জানিয়েছেন, এই গাড়িতে চেপে বৃহস্পতিবার বাদে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল চারটে পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। দর্শকদের উপস্থিতি এবং চাহিদার উপর নির্ভর করে এই পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন ডিরেক্টর। এরফলে দর্শনার্থীদের চিড়িয়াখানা দর্শন আরও সহজ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এর আগে ১৮৯৫-৯৬ সালে আলিপুর চিড়িয়াখানায় জন্তু আর পাখি দেখার পাশাপাশি বিশেষ এক ধরনের অ্যাডভেঞ্চারের ব্যবস্থা ছিল। বেলুন রাইড করা যেত সেই সময়। শুধু তাই নয়, উড়ন্ত বেলুন থেকে প্যারাস্যুট নিয়ে লাফ মারারও ব্যবস্থা ছিল। আর এবার চালু হচ্ছে ব্যাটারি চালিত গাড়ি।