বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata to Migrant Workers: '৫ লাখ দিচ্ছি, ব্যবসা করুন', ভিনরাজ্যে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার অনুরোধ মমতার

Mamata to Migrant Workers: '৫ লাখ দিচ্ছি, ব্যবসা করুন', ভিনরাজ্যে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার অনুরোধ মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (PTI)

মমতা বলেন, 'পরিযায়ী শ্রমিকরা সামান্য ভালো বেতনের জন্য অন্য রাজ্যে যান। তবে সেখানে কোনও নিরাপত্তা নেই। জীবনযাত্রার মান খারাপ। কারণ মানুষকে তাদের পরিবার থেকে দূরে থাকতে হয়। আমি পরিযায়ী শ্রমিকদের তাই ফিরে আসার আহ্বান জানাচ্ছি। আমরা তাদের জন্য জীবিকা নিশ্চিত করব।'

গতকালই মিজোরামের রেল সেতু দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে একাধিক নির্মাণ শ্রমিকের। তার মধ্যে অনেকেই আবার বাংলার মালদা জেলার বাসিন্দা ছিলেন। সেই খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়েছিলেন। পরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা ভিনরাজ্যে কাজ করা বাংলার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার অনুরোধ করেন। মুখ্যমন্ত্রী বলেন, 'এখানে এসে নিজেদের ছোট ব্যবসা চালু করুন।' পাশাপাশি মমতা জানান, রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের একটা তালিকা তৈরির চেষ্টা করছে। আসন্ন দুয়ারে সরকার কর্মসূচিতে সেই সংক্রান্ত কাজ করা হবে।

মুখ্যমন্ত্রী গতকাল বলেন, 'সরকার যে পাঁচ লাখ টাকা করে ঋণ দিচ্ছে, তা না নিয়ে কেন ভিনরাজ্যে কাজ করতে যাচ্ছেন আপনারা? নিজের পরিবারকে এখানে একা রেখে কেন অন্য জায়গায় কাজ করতে যাচ্ছেন? আমি আপনাদের ঘরে ফেরার অনুরোধ করছি।' মমতা জানান, তাঁর সরকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা চালু করার জন্য পাঁচ লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রকল্প চালু করেছে। এতে সরকার নিজেরাই গ্যারান্টার। এই আবহে মমতা বলেন, 'আমি অনুরোধ করছি যাতে বাংলার মানুষ এই টাকা ব্যবহার করে এখানেই কিছু করেন এবং বাইরে না যান।'

মমতা বলেন, 'পরিযায়ী শ্রমিকরা সামান্য ভালো বেতনের জন্য অন্য রাজ্যে যান। তবে সেখানে কোনও নিরাপত্তা নেই। জীবনযাত্রার মান খারাপ। কারণ মানুষকে তাদের পরিবার থেকে দূরে থাকতে হয়। অনেকের সঙ্গে জায়গা ভাগ করে নিয়ে বসবাস করত হয়। আমি পরিযায়ী শ্রমিকদের তাই ফিরে আসার আহ্বান জানাচ্ছি। আমরা তাদের জন্য জীবিকা নিশ্চিত করব।' মমতা জানান, রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলামের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। পরিযায়ীদের শ্রমিকদের সমস্যা খতিয়ে দেখবে সেই কমিটি। এদিকে মমতা দাবি করেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ক্ষেত্রে দেশের শীর্ষ স্থানে রয়েছে বাংলা। তিনি দাবি করেন, রাজ্যের দেড় কোটি মানুষ এই খাতে কাজ করছেন। এদিকে আগামী ২১ এবং ২২ নভেম্বর অনুষ্ঠিত হতে চলা গ্লোবাল বেঙ্গল সামিটের মূল ফোকাস ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর থাকবে বলেও জানান মমতা।

এদিকে মিজোরামে নির্মীয়মাণ রেলসেতু ভেঙে মালদার কমপক্ষে ২৪ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে নবান্নের তরফে। বুধবার সকালে সেই দুর্ঘটনাটি ঘটে মিজোরামের রাজধানী আইজলের থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত সাইরাঙে। আইজলকে রেলপথের সঙ্গে যুক্ত করতে অনেকদিন ধরেই কাজ চলছিল সেখানে। আর এই দুর্ঘটনার পরই ভিনরাজ্যে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা। 

 

বাংলার মুখ খবর

Latest News

ছোট্ট মেয়েদের পাত পেড়ে খাওয়ালেন, দিলেন ১০টাকার নোট, কন্যা পুজো করলেন অঙ্কিতা দলীপ ও ইরানির মঞ্চে পরপর ৩টি শতরান! ভারতীয় দলে শিকে ছিঁড়বে? কী ভাবছেন ঈশ্বরন? ভারতের বিপদ হতে হবে না মলদ্বীপ! প্যাঁচে পড়তেই সুর নরম চিনের ‘বন্ধু’ মুইজ্জুর? 'অভিযুক্ত মুসলমান বলে মমতার ভোটব্যাঙ্ক বাঁচাতে পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে' দশমীতে লাক, দীপবলিতে ডবল লাক! শনির ঘরবদলে ৪ রাশির ভাগ্য বদলাবে ‘উৎসবে না উৎ-শবে?’! লাল-সাদা পঞ্জাবিতে দুর্গা পুজোয় ঢাক বাজাচ্ছে সায়ন, হল ট্রোল জয়শংকরের ফ্যান পাকিস্তানও? সরকার-বিরোধী বিক্ষোভে ‘আমন্ত্রণ’ ইমরানের দলের, বিতর্ক কোনও সুপারস্টার নন, ডু'প্লেসিদের প্রথমবার CPL চ্যাম্পিয়ন করালেন আমেরিকার ব্যাটার ‘জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেট তুলে নেওয়া হয়েছে, এদিকে পুলিশের বায়ো টয়লেট রয়েছে’ IPL রিটেনশনে মায়াঙ্ক-নীতীশের দাম ছুঁল ১১ কোটি! জাতীয় দলে খেলা শাপ নাকি বর হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.