বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অযোগ্যদের চিহ্নিত করা গেলেই যোগ্যদের নিয়োগের পথ পরিষ্কার হবে: বিকাশরঞ্জন

অযোগ্যদের চিহ্নিত করা গেলেই যোগ্যদের নিয়োগের পথ পরিষ্কার হবে: বিকাশরঞ্জন

বিকাশরঞ্জন ভট্টাচার্য। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)

মঙ্গলবার হিন্দুস্তান টাইমসকে বিকাশবাবু বলেন, ‘যোগ্য প্রার্থীদের কী ভাবে নিয়োগ হবে সেব্যাপারে নির্দেশ দেবে আদালত। আমাদের সেজন্য অপেক্ষা করতে হবে। কিন্তু কোনও ভাবেই শূন্যপদ তৈরি করে অযোগ্যদের চাকরি রক্ষা করতে আমরা দেব না।

দুর্গাপুজো পেরিয়ে কেটে গিয়েছে লক্ষ্মীপুজো। বুধবার ৫৭৮ দিনে পড়েছে কলকাতায় চাকরিপ্রার্থীদের অবস্থান। নিয়োগের দাবিতে কেউ সরকারের বিরুদ্ধে উগরে দিচ্ছেন ক্ষোভ। কারও আবার চোখে জল। হকের চাকরিটা দেখতে পেলেও যেন ছুঁতে পারছেন না ওরা। আর সময় যত কাটছে ততই দুর্বল হচ্ছে ধৈর্যের বাঁধ। এই পরিস্থিতিতে দ্রুত নিয়োগ নিয়ে কোনও আশার কথা শোনাতে পারলেন না মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, প্রথমে বেআইনিভাবে নিযুক্তদের খুঁজে বার করতে হবে। তাহলেই পরিষ্কার হবে যোগ্য প্রার্থীদের নিয়োগের পথ।

মঙ্গলবার হিন্দুস্তান টাইমসকে বিকাশবাবু বলেন, ‘যোগ্য প্রার্থীদের কী ভাবে নিয়োগ হবে সেব্যাপারে নির্দেশ দেবে আদালত। আমাদের সেজন্য অপেক্ষা করতে হবে। কিন্তু কোনও ভাবেই শূন্যপদ তৈরি করে অযোগ্যদের চাকরি রক্ষা করতে আমরা দেব না। এরা স্কুলে থাকলে ঘুণের মতো শিক্ষাব্যবস্থাটাকে শেষ করবে। একবার অবৈধভাবে চাকরি পাওয়া ব্যক্তিদের তালিকা চূড়ান্ত হয়ে গেলেই যোগ্যদের নিয়োগের পথ পরিষ্কার হয়ে যাবে।’

বিকাশবাবু বলেন, ‘রাজ্য সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে ফেলতে চায়। যা সামগ্রিকভাবে শিক্ষক ও আগামী প্রজন্মের কাছে সর্বনাশের সামিল। তাই আমাদের সতর্ক হয়ে পদক্ষেপ করতে হবে। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের শাস্তির দাবি জানাব আমরা। যোগ্য প্রার্থীদের বঞ্চনার জন্য তারাও অনেকাংশে দায়ী।’

পুজোর ছুটির পর বুধবার খুলছে আদালত। তার পর যোগ্য প্রার্থীদের নিয়োগ নিয়ে আদালত কোনও দিশা দেখাতে পারে বলে মনে করা হচ্ছে।

 

বন্ধ করুন