বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Anupam Hazra: অনুপমের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে দল? ইঙ্গিতপূর্ণ বক্তব্য সুকান্ত মজুমদারের

Anupam Hazra: অনুপমের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে দল? ইঙ্গিতপূর্ণ বক্তব্য সুকান্ত মজুমদারের

অনুপম হাজরা ও সুকান্ত মজুমদার। সংগৃহীত ছবি

এখানেই থেমে না থেকে আগামী দিনে বিজেপি যে ঘুরে দাঁড়াতে পারবে না তারও ভবিষ্যৎবাণী করেন অনুপম। তিনি বলেন, ‘সংগঠন এরকম ভাবেই চলতে থাকলে আগামী দিনেও ৭৭ আসনেই আটকে থাকবে। তার বেশি হবে না। তারপরে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে জানতে হবে তৃণমূলের প্রতি বিতৃষ্ণার জন্য এটা হয়েছে।'

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন দলের সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। প্রকাশ্যে দলের সংগঠন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অনুপম। এরপরে কি অনুপমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর আগামী দিনে অনুপম হাজরা যাতে এই ধরনের মন্তব্য করতে না পারেন তার জন্য দল কড়া ব্যবস্থা নিতে চলেছে। অন্তত সুকান্ত মজুমদারের বক্তব্যে তেমনটাই ইঙ্গিত মিলেছে।

অনুপম হাজরা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘এটা ওনার ব্যক্তিগত মত। প্রত্যেকে নিজের মতো করে মূল্যায়ন করেন। তবে পুরো বিষয়টি নজরে রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব। তারাই পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।’ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে অনুপম হাজরা বলেছিলেন, ‘ওনার কোনও ব্যক্তিত্ব নেই। উনি দলের সাধারণ রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী কথায় চলেন। রাজ্য বিজেপির সভাপতির ব্যক্তিত্ব থাকা প্রয়োজন। কিন্তু তা ওনার নেই। সভাপতি যদি সংগঠন বাবুর কথায় ওঠে বসেন তাহলেই সমস্যা রয়েছে।’

এখানেই থেমে না থেকে আগামী দিনে বিজেপি যে ঘুরে দাঁড়াতে পারবে না তারও ভবিষ্যৎবাণী করেন অনুপম। তিনি বলেন, ‘সংগঠন এরকম ভাবেই চলতে থাকলে আগামী দিনেও ৭৭ আসনেই আটকে থাকবে। তার বেশি হবে না। তারপরে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে জানতে হবে তৃণমূলের প্রতি বিতৃষ্ণার জন্য এটা হয়েছে। এতে সংগঠনের কোনও কৃতিত্ব নেই।’ অনুপম হাজারর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বিজেপিতে। এর আগেও অনুপমকে বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে। তার ক্রমাগত এই ধরনের বক্তব্যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বিরক্ত বলেই সূত্রের খবর। এই অবস্থায় আগামী দিনে অনুপমের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নিতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন সুকান্ত মজুমদার।

বন্ধ করুন