সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন সুকান্ত মজুমদার। যে ভিডিয়োয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, চাঁদে থাকাকালীন অবস্থায় ‘রাকেশ রোশনের’ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জানতে চেয়েছিলেন যে মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগছে। আর মমতার সেই মন্তব্যের রেশ ধরে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত দাবি করেন, মুখ্যমন্ত্রী কী বলতে চেয়েছেন, সেটা তিনি বুঝতে পারেননি। মুখ্যমন্ত্রী আদতে কী বলতে চেয়েছেন, সেটার ব্যাখ্যা তাঁর থেকেই চান বঙ্গ বিজেপির সভাপতি।
সুকান্ত লেখেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় কী বলতে চান (চাইছিলেন)? উনি যেটা বলেছেন, সেটার তো কোনও অর্থ খুঁজে পাচ্ছি না আমি। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।' আর যে ভিডিয়োর প্রেক্ষিতে মমতার উত্তরের অপেক্ষা করছেন বলে দাবি করেছেন সুকান্ত, তাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, 'আমার মনে আছে, চাঁদের মাটিতে যখন তাঁরা পৌঁছেছিলেন, ইন্দিরা গান্ধী তখন জিজ্ঞাসা করেছিলেন রাকেশ রোশনকে যে মহাকাশ থেকে ভারতকে কেমন লাগছে?'
বুধবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের উদযাপন এবং ‘বাংলার শাড়ি' উদ্বোধনে গিয়ে মমতা সেই মন্তব্য করেন। মমতা যে সময় সেই অনুষ্ঠানে ছিলেন, সেইসময় চন্দ্রযান ৩-র চাঁদে অবতরণ নিয়ে শেষ মুহূর্তের কাউন্টডাউন চলছিল। সেই রেশ ধরেই ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান। তাঁদের কঠোর পরিশ্রমের কারণেই যে আজ সবকিছু সম্ভব হয়েছে, সেটাও জানান মমতা। সেইসঙ্গে নিজের ছেলেবেলায় ফিরে যান।
ভারতের মহাকাশ কাহিনী নিয়ে স্মৃতিচারণার সময় মুখ ফসকে রাকেশ শর্মার পরিবর্তে বলিউডের সিনেমা পরিচালক রাকেশ রোশনের নাম বলে ফেলেন মমতা। ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের মহাকাশযানে চেপে মহাকাশে গিয়েছিলেন। মহাকাশে থাকার সময় তৎকালীন প্রধানমন্ত্রী তাঁকে প্রশ্ন করেছিলেন যে ‘উপর থেকে (মহাকাশ) ভারতকে কেমন লাগছে?’ প্রত্যুত্তরে রাকেশ শর্মা বলেছিলেন, ‘কোনওরকম দ্বিধা ছাড়াই বলতে পারি যে সারে জাঁহা যে আচ্ছা, হিন্দুস্তান হামারা।’ যে ভিডিয়ো ভারতের মহাকাশ ইতিহাসে চিরকালের মতো খোদাই করা হয়েছে।