বিজেপির দাবি, রাজ্যে শিক্ষক নিয়োগের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে কার্যত ছেলেখেলা করেছে দুর্নীতিকারীরা। ওদিকে তাদের সুরক্ষা দিচ্ছে সরকার। এতে স্পষ্ট, সরকারের কর্তাব্যক্তিরাও এই দুর্নীতিতে যুক্ত।
1/4শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার বিকাশভবন অভিযান ঘিরে প্রত্যামতোই ধুন্ধুমার বাঁধল বিধাননগরের প্রাণকেন্দ্র করুণাময়ীতে। মঙ্গলবার দুপুরে কর্মসূচির নেতৃত্বে ছিলেন BJYM-এর সভাপতি তেজস্বী সূর্য। একের পর এক ব্যারিকেড ভেঙে বিকাশভবনের সামনে পৌঁছনোর চেষ্টা করেন বিজেপির নেতাকর্মীরা। পালটা লাঠি ও জলকামান চালায় পুলিশ। দুপক্ষের ধস্তাধস্তিতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে খবর। পালটা পুলিশের দাবি, অনুমতি না থাকায় এদিনের কর্মসূচি রোখা হয়েছে।
2/4মঙ্গলবার বেলা বাড়তেই করুণাময়ীতে জড়ো হতে শুরু করেন বিজেপি নেতাকর্মীরা। ওদিকে বিকাশভবনের সামনে প্রস্তুতি শুরু করে পুলিশও। বিজেপির দাবি, রাজ্যে শিক্ষক নিয়োগের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে কার্যত ছেলেখেলা করেছে দুর্নীতিকারীরা। ওদিকে তাদের সুরক্ষা দিচ্ছে সরকার। এতে স্পষ্ট, সরকারের কর্তাব্যক্তিরাও এই দুর্নীতিতে যুক্ত।
3/4উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে বেলা ৩.৩০ নাগাদ শুরু হয় বিজেপির অভিযান। কিছুদূর এগোতেই বিজেপি নেতাকর্মীদের ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা। সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যান তাঁরা। এর পর একের পর এক ব্যরিকেড ভাঙতে থাকেন আন্দোলনকারীরা। শেষে বিকাশ ভবনের কিছু আগে জলকামান ব্যবহার করে পুলিশ। সঙ্গে ব্যাপক লাঠি চালায় পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা। পুলিশের লাঠির ঘায়ে আহত বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি বলে দাবি বিজেপির।
4/4কর্মসূচির শেষে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘এদের পুলিশ না বলে তৃণমূল বলা ভালো। সিপিএম, কংগ্রেস কর্মসূচির অনুমতি পেয়ে যায়। বিজেপি পায় না কেন? আমরা পরীক্ষা শেষ হওয়ার পরে কর্মসূচি শুরু করেছি। লাউডস্পিকার ব্যাবহার করিনি। তার পরও পুলিশ অনুমতি দেয়নি। আমাদের কর্মীদের নির্বিচারে লাঠিপেটা করেছে। মহিলা কর্মীদের ওপর পুরুষ পুলিশ আক্রমণ করেছে। আমরা আদালতের দ্বারস্থ হব।’