বাংলা নিউজ >
দেখতেই হবে >
HS 2024 Result Video:উচ্চমাধ্যমিকে প্রথম অভীকের টার্গেট IISc, ২য় সৌম্যদীপের পড়তে চান স্ট্যাটিসটিক্স,৩য় অভিষেক কী বললেন?
Updated: 08 May 2024, 07:59 PM IST
Sritama Mitra
প্রকাশিত হয়ে গেল ২০২৪ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। প্রথম হয়েছেন অভীক দাস। তিনি আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র। অভীকের প্রাপ্ত নম্বর ৪৯৬। তাঁর সাফল্যে স্বভাবতই খুশি শুভানুধ্যায়ীরা। অভীক নিজে কী বলছেন? উচ্চমাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় স্থানে সৌম্যদীপ সাহা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীব জানালেন আগামীর পরিকল্পনার কথা। উচ্চমাধ্যমিকে তৃতীয় স্থানে রয়েছেন অভিষেক গুপ্ত। মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া অভিষেকের প্রাপ্ত নম্বর ৪৯৪। রাজ্যের তৃতীয় স্থানাধিকারী কী বলছেন? দেখে নেওয়া যাক।