বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ইভিএমে কারচুপির অভিযোগ, এক ব্যক্তিকে গ্রেফতার করল বড়তলা থানা

ইভিএমে কারচুপির অভিযোগ, এক ব্যক্তিকে গ্রেফতার করল বড়তলা থানা

ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস।

এই ঘটনা প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে। কারণ কলকাতা পুরসভা নির্বাচন শেষ হয়ে তার ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে।

কলকাতা পুরসভা নির্বাচনের সময় এক ব্যক্তি ইভিএম মেশিনে কারচুপি করেছিল বলে অভিযোগ। এই ঘটনা তখন জানা না গেলেও বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে। কারণ কলকাতা পুরসভা নির্বাচন শেষ হয়ে তার ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গৌরব দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার নামে বড়তলা থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের সঙ্গে একটি ভিডিও জমা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি পোলিং বুথের ভেতর ইভিএম মেশিনে এই ব্যক্তি বারবার একটি বোতাম টিপে যাচ্ছিল। সেই অভিযোগ দায়ের হতেই তাকে গ্রেফতার করা হয়।

কলকাতা পুরসভা নির্বাচনে বিরোধীরা নানা অভিযোগ তুলেছেন। বুথ দখল, ছাপ্পা থেকে শুরু করে ভোট লুঠের অভিযোগ করেছেন বিরোধীরা। গতকাল পুরসভা নির্বাচনের ফলাফলে সবুজ ঝড় উঠেছে। সেখানে এই অভিযোগ সামনে আসতেই গ্রেফতার করা হয়েছে। কেন তিনি এই কাজ করছিলেন?‌ কোন দলের হয়ে তিনি এই কাজ করছিলেন?‌ তা খতিয়ে দেখছে পুলিশ।

কলকাতা পুরসভা নির্বাচনে বিরোধীরা নানা অভিযোগ তুলেছেন। বুথ দখল, ছাপ্পা থেকে শুরু করে ভোট লুঠের অভিযোগ করেছেন বিরোধীরা। গতকাল পুরসভা নির্বাচনের ফলাফলে সবুজ ঝড় উঠেছে। সেখানে এই অভিযোগ সামনে আসতেই গ্রেফতার করা হয়েছে। কেন তিনি এই কাজ করছিলেন?‌ কোন দলের হয়ে তিনি এই কাজ করছিলেন?‌ তা খতিয়ে দেখছে পুলিশ।|#+|

জানা গিয়েছে, এই ব্যক্তিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইভিএম মেশিনে কেন এই ঘটনা তিনি ঘটাচ্ছিলেন?‌ কিভাবে সেখানে প্রবেশ করেছিল?‌ সব খতিয়ে দেখা হচ্ছে। বড়তলা থানা বিষয়টি লালবাজারকে জানিয়েছে। গৌরব দাসের নামে আগে কোনও অভিযোগ পুলিশের খাতায় আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

বন্ধ করুন