ফের রাজ্যের নিয়োগপ্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল আদালত। খাদ্য দফতরের অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। ৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।
মামলাকারীদের অভিযোগ, খাদ্য দফতরের অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরের পদে ২০২১ সালের অক্টোবর মাসে ৫৯৭ জন অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়। ৬ মাসের চুক্তিতে নিয়োগ করা হয়েছিল তাদের। গত জুন মাসে তাদের চাকরির মেয়াদ শেষ হলে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে খাদ্য দফতর। ২৪ জুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায় পুরনোদের বাদ দিয়ে ৩৪২ জনকে নতুন করে নিয়োগের করতে চলেছে তারা। এর পরই কাজ হারানো ১৬১ জন অস্থায়ী কর্মী আদালতের দ্বারস্থ হন।
আদালতে তারা জানান, তাদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ঠিকই, কিন্তু যে প্রকল্পের জন্য তাদের নিয়োগ করা হয়েছিল তা এখনো চালু রয়েছে। ওদিকে তাদের চুক্তির মেয়াদ না বাড়িয়ে নতুন করে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার।
আবেদনকারীদের বক্তব্য শুনে ৩৪২ জন চুক্তিভিত্তিক ডেটা অপারেটর নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে আদালত। কেন পুরনো কর্মীদের বাদ দিয়ে নতুন কর্মী নিয়োগের প্রয়োজন পড়ল আদালতে তার ব্যাখ্যা দিতে হবে রাজ্য সরকারকে।