বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বৃদ্ধের সম্পত্তি হাতিয়ে পার্টি অফিস করতে চাইছেন উপপ্রধান, পুলিশকে কড়া নির্দেশ হাইকোর্টের

বৃদ্ধের সম্পত্তি হাতিয়ে পার্টি অফিস করতে চাইছেন উপপ্রধান, পুলিশকে কড়া নির্দেশ হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট। ফাইল ছবি (HT_PRINT)

১৯৭৩ সালে সরকার ওই বৃদ্ধের জমি দখল করে। বেআইনিভাবে জমি দখলের অভিযোগ তুলেছিলেন তিনি। এরপর সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি রায়গঞ্জের স্থানীয় দেওয়ানী আদালতে মামলা করেন। সেই মামলায় তিনি জিতে যান।

বৃদ্ধের সম্পত্তি হাতিয়ে পার্টি অফিস করতে চাইছেন উপপ্রধান। এমনই অভিযোগ তুলেছিলেন উত্তর দিনাজপুরের ভাতুন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মইনল হক চৌধুরী (৭৫)। সেই সংক্রান্ত মামলায় পুলিশকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কোনওভাবেই যাতে উপপ্রধান বা স্থানীয় পঞ্চায়েত ওই জমি দখল করতে না পারে সে বিষয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এছাড়া, সম্পত্তির উপরেও নজরদারি রাখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। 

আরও পড়ুন: যোগেশচন্দ্র চৌধুরী ল’‌ কলেজের অধ্যক্ষ চাপে, সিআইডি তদন্তের নির্দেশ বিচারপতির

মামলার বয়ান অনুযায়ী, ১৯৭৩ সালে সরকার ওই বৃদ্ধের জমি দখল করে। বেআইনিভাবে জমি দখলের অভিযোগ তুলেছিলেন তিনি। এরপর সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি রায়গঞ্জের স্থানীয় দেওয়ানি আদালতে মামলা করেন। মামলাকারীর আইনজীবী ইন্দ্রজিৎ রায় চৌধুরী জানান, সেই মামলায় তিনি জিতে যান। এরপর তিনি মামলার রায়ের প্রতিলিপি নিয়ে বিএলআরও অফিসে যোগাযোগ করেন। সেখানে তিনি রেকর্ড সংশোধনের জন্য আবেদন জানান। কিন্তু, বিএলআরও সেই রায়কে কোনও গুরুত্ব দেননি বলে অভিযোগ। এরপর তিনি বিএলআরও–র সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস ট্রাইব্যুনালে মামলা করেন। সেখানেও জিতে যান ওই বৃদ্ধ। পরে সরকার পক্ষ ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। কিন্তু, এ ক্ষেত্রেও সরকার পক্ষ হেরে যায়।

এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল। সেই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট ওই জায়গার উপর স্থিতাবস্থা জারি করেছিল। কিন্তু, অভিযোগ সেখানে স্থিতাবস্থা থাকা সত্ত্বেও স্থানীয় উপপ্রধান জোর করে জায়গা দখল করে সেখানে পার্টি অফিস স্থাপন করেন। এরপর বৃদ্ধ বারংবার প্রশাসনের দ্বারস্থ হন। কিন্তু কোনও সমাধান না পেয়ে আবার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।  আইনজীবী ইন্দ্রজিৎ রায় চৌধুরী আদালতকে যুক্তিতে বলেন, তাঁর মক্কেল প্রত্যেকটি কোর্টেই জিতেছেন। তাঁর ছেলে একজন বিএসএফ। তিনি দেশসেবার কাজে নিযুক্ত। তাছাড়া, ওই বৃদ্ধের বয়স এখন ৭৫ বছর। তিনি আর কদিনই বা বাঁচবেন! সেই মানবিকতার দিক আদালতকে বিবেচনা করার অনুরোধ জানান। সমস্ত কিছু খতিয়ে দেখে আদালত পুলিশকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। তাছাড়া বৃদ্ধ ওই সম্পত্তি নিয়ে কোনও অভিযোগ জানলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে বলেও পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

 

 

বাংলার মুখ খবর

Latest News

টালা থানার প্রাক্তন ওসির পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই, জমা পড়ল আবেদন দেবাংশুর পুরুষত্ব নিয়ে প্রশ্ন মৌসুমীর! বদন বিগড়েছে নিয়ে টলিউডকে জবাব TMC নেতার ‘চিনের বাজারে আরও ভারতীয় পণ্যকে..’ ভিসা সহ একাধিক ইস্যুতে কৌশলী চিনা রাষ্ট্রদূত যৌন হেনস্থার অভিযোগ তোলেন মডেল, এবার শোনা যাচ্ছে বিয়ে ভাঙার কথা, কী বলছেন জয়জিৎ? এটা কী করলেন কোহলি? নিলেন না রিভিউ, আউট না হয়েও আউট হলেন! রেগে লাল রোহিত শর্মা গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল, পুজোর আগেই জেলমুক্তি কেষ্টর সতীর অধঃওষ্ঠ থেকে নাম অট্টহাস! বর্ধমানের জঙ্গলঘেরা এই মন্দিরে পৌঁছবেন কীভাবে? এক্সপ্রেসওয়েতে গর্তের দায় ইঁদুরের ঘাড়ে চাপিয়েছিলেন কর্মী, চাকরি গেল এবার আম্পায়ারদের সঙ্গে সেটিং থাকে, ঘরোয়া ক্রিকেটের কথা ফাঁস করলেন পাক তারকা ‘চোখ সারাই করুন..’, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে খোঁচা অরিত্রর, হল প্রতিবাদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.