বালির তৃণমূল কংগ্রেস নেতা তপন দত্ত হত্যা মামলায় নতুন করে এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। সম্প্রতি কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল। এমনকী তদন্তের স্বার্থে প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল সিবিআইকে। সেই নির্দেশ মেনে এবার নতুন করে এফআইআর দায়ের করল সিবিআই।
বিষয়টি ঠিক কী ঘটেছিল? আদালত সূত্রে খবর, ২০১১ সালের মে মাসে খুন হন বালির তৃণমূল কংগ্রেস নেতা তপন দত্ত। সক্রিয় পরিবেশকর্মী ছিলেন তিনি। বালি এলাকায় বেআইনিভাবে জলাভূমি ভরাট করার অভিযোগ তুলে আন্দোলন গড়ে তুলেছিলেন তপন দত্ত। এই আন্দোলন করতে গিয়েই তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে নিয়ে মামলা শুরু হয়।
কেন সিবিআই তদন্ত দেওয়া হয়েছিল? জানা গিয়েছে, সিআইডি এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছিল। তদন্ত করে সিআইডি জানিয়েছিল, জলাজমি ভরাটের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েই তপনবাবুকে খুন হতে হয়েছে। ২০১১ সালের ৩০ অগস্ট তারিখে সিআইডি মামলার প্রথম চার্জশিট পেশ করে। সেখানে রাজ্যের মন্ত্রী অরূপ রায়–সহ কয়েকজন নেতার নাম ছিল। তাই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআই তদন্ত চেয়েছিলেন তাঁর স্ত্রীও।
উল্লেখ্য, গত ৯ জুন কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়ে তদন্তে নামে সিবিআই। আর আজ, সোমবার নতুন করে এফআইআর দায়ের করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এই এফআইআরের ফলে তদন্তে নয়া মোড় আসতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় খুশি নিহত তপন দত্তর স্ত্রী প্রতিমাদেবী। তিনি মনে করেন এবার তাঁর স্বামীর প্রকৃত খুনিরা ধরা পড়বে।