একদিন আগেই ই–মেল করে জানিয়ে দিয়েছিলেন তিনি আসতে পারবেন না। অন্য কোনও তারিখ দিলে তিনি আসবেন। তাঁর আইনজীবী সূত্রে জানা যায়, তিনি আজ এসএসকেএম হাসপাতালে আসবেন। কিন্তু সিবিআই দফতরে যাবেন না। হ্যাঁ, তিনি বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার চাপ বাড়াল সিবিআই। এই খবর প্রকাশ্যে আসতেই অনুব্রতকে সিবিআই দফতরে হাজির হতে হবে। আর সেটা সোমবারই। এসএসকেএম হাসপাতালে চিকিৎসার পরে হলেও নিজাম প্যালেসে যেতে হবে বলে তৃণমূল কংগ্রেস নেতার চিঠির উত্তরে এই কথাই জানিয়েছে সিবিআই বলে সূত্রের খবর।
বিষয়টি ঠিক কী ঘটেছে? আজ, সোমবার অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব করেছিল। গরু পাচার মামলায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলেছিল সিবিআই। কিন্তু রবিবার অনুব্রত মণ্ডল ই–মেল করে সিবিআইকে জানান, সোমবার তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয়। আর তাঁর আইনজীবী জানান, অনুব্রত মণ্ডল অসুস্থ। তিনি কলকাতায় আসবেন সেটা এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য। তার পরই চাপ বাড়িয়ে সিবিআই জানিয়ে দিয়েছে সোমবারই অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে উপস্থিত হতে হবে। আর এই চিঠির পরেও যদি তিনি না আসেন, তবে মঙ্গলবার ফের হাজিরার নোটিশ দেওয়া হবে।
আর কী জানা যাচ্ছে? রবিবার হুগলির চুঁচূড়ায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘অনুব্রত মণ্ডলকে আবার ডেকেছে। যাব না বলছে। যেতে তো তোমাকে হবেই। আমি কথা দিচ্ছি এমন আতিথেয়তা করবে ইডি তোমার আর ফিরতে ইচ্ছে করবে না। সবে একজন ভিতরে গিয়েছে। আরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।’ এই মন্তব্যের পর সিবিআইয়ের চাপ বৃদ্ধি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গরুপাচার–কাণ্ডে গ্রেফতার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের সোমবার সিবিআই হেফাজতে থাকার ৬০ দিন পূর্ণ হচ্ছে। সায়গলকে জেরা করার পর অনুব্রতকে আরও একবার সিবিআই ডেকেছে বলে খবর।
উল্লেখ্য, আজ, সোমবার সিবিআই প্রাথমিক চার্জশিট জমা দিতে না পারলে আরও একদিন সময় দেওয়া হচ্ছে। মঙ্গলবার মহরমের ছুটি রয়েছে। সুতরাং বুধবার আদালত খোলার সঙ্গে সঙ্গেই সিবিআইকে চার্জশিট জমা দিতে হবে। তাই অনুব্রতকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন সিবিআই অফিসাররা। আজ, সোমবার অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা আসানসোল বিশেষ সিবিআই আদালতে সায়গল হোসেনের জামিনের জন্য আবেদন জানাবেন।