বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > শহরে করোনা আক্রান্ত দমদমের প্রৌঢ়, সন্দেহ আর এক রোগীকে নিয়েও

শহরে করোনা আক্রান্ত দমদমের প্রৌঢ়, সন্দেহ আর এক রোগীকে নিয়েও

করোনা সংক্রমণের আশঙ্কায় মাস্ক ব্যবহার করছেন লোকাল ট্রেনের যাত্রীরাও। বিধাননগর স্টেশনে তোলা এএফপির ছবি। শনিবার। (AFP)

কখনও বিদেশ সফর করেননি, তবু Covid-19 সংক্রমণের শিকার হলেন কলকাতাবাসী প্রৌঢ়।

জীবনে কখনও বিদেশ সফর করেননি, তবু Covid-19 সংক্রমণের শিকার হলেন কলকাতায় আসা এক প্রৌঢ়। পাশাপাশি, দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভরতি এক রোগীর নমুনারও সন্তোষজনক রিপোর্ট পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

আগ্রা থেকে কলকাতায় ছেলের কাছে বেড়াতে আসা আগ্রাবাসী ৫৭ বছরের ওই ব্যক্তি গত ১৩ মার্চ জ্বর ও শুকনো কাশিতে ভুগতে শুরু করেন। তাঁকে ১৬ মার্চ বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়।

তাঁর নমুনা এসএসকেম-এ পাঠানো হলে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। যাচাই করলে একই রিপোর্ট পাওয়া যায় বেলেঘাটা নাইসেড থেকেও। এরপর হাসপাতাল থেকে ফের নমুনা চাওয়া হয়। এ দিকে, গত ১৯ মার্চ চূড়ান্ত শ্বাসকষ্ট দেখা দিলে প্রৌঢ়কে ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসকরা তাঁকে একমো ব্যবস্থায় রেখে চিকিৎসার পরামর্শ দেনজানা গিয়েছে, Covid-19 আক্রান্ত ওই প্রৌঢ়ের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক।।

তাঁকে নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল আপাতত চার জন। দেশে এই সংখ্যা এ দিন বেড়ে দাঁড়াল ২৮৪ জন।

অন্য দিকে, এ দিন দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভরতি এক বর্ষীয়ান রোগীর প্রাথমিক নমুনা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে বলে সূত্র মারফৎ খবর মিলেছে। আরও পরীক্ষা না করে চূড়ান্ত কোনও মত দিতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ।

বন্ধ করুন