বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ভরাডুবির জের, ঢেলে সাজানো হবে বঙ্গ CPIM, নয়া প্রজন্মকে দেওয়া হবে নেতৃত্বের ভার

ভরাডুবির জের, ঢেলে সাজানো হবে বঙ্গ CPIM, নয়া প্রজন্মকে দেওয়া হবে নেতৃত্বের ভার

বিমান বসু (PTI)

২০২১ সালের বিধানসভা নির্বাচনে একটি আসনও জিততে পারেনি বামেরা। আর তাই নেতৃত্বে বদল আনতে চাইছে দল। 

২০২১ সালের বিধানসভা নির্বাচনে একটি আসনও জিততে পারেনি বামেরা। ৩৪ বছর যে রাজ্য শাসন করেছে বামেরা, সেই রাজ্যে এই শোচনীয় ফলের জেরে এবার নড়েচড়ে বসছে সিপিএম। খোলস বদলে নয়া রূপে মানুষের সামনে নিজেদের পেশ করতে চাইছে সিপিএম। এর লক্ষ্যে সংস্কারের পথে হাঁটার দিকনির্দেশনা নির্ধারণ করতে রাজ্যে আসছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দলের রাজ্য নেতৃত্বের তরফে জানা গিয়েছে যে আ লবির জোরে চেয়ার দখল করে রাখা যাবে না। শুধু 'দল করি' বলে যারা পার্টি অফিসে বসে আড্ডা মারেন, তাঁদেরকে ছাঁটা হবে।

চলতি বছরের মধ্যেই বঙ্গ সিপিএমে সব পর্যায়ে নেতৃত্বে ব্যাপক রদবদল করতে চাইছেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এর আগে জানা গিয়েছিল যে ৭৫ ঊর্ধ্বদের দলীয় কমিটি থেকে ছাঁটতে চলেছে সিপিএম। কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। এর জেরে এবারে পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়তে পারেন বিমান বসু থেকে হান্নান মোল্লারা।

গত রবিবার শেষ হয় তিনদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক। করোনা আবহে ভার্চুয়ালি এই বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই ৭৫ ঊর্ধ্বদের কমিটি থেকে বাদ দেওয়ার বিষয়টি আলোচনা হয়। নবীনদের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে সিপিএম। জানা গিয়েছে আগামী বছর কেরলের কান্নুরে অনুষ্ঠিত হতে চলা পার্টি কংগ্রেসে এই সিদ্ধান্তে সিলমোহর পড়তে চলেছে।

২০২৪-এর লক্ষ্যে যখন বিরোধী দলগুলি কোমর কষছে, তখন সিপিএম নিজেদের বেহাল দশা নিয়ে চিন্তিত। কেরল ছাড়া বাকি সব রাজ্যে প্রায় শন্য। দেওয়ালে পিঠ ঠেকেছে দলের। তাই ২০২৪-এর আগে দলের তরুণ মুখকে তুলে আনতে এহেন সাহসী পদক্ষেপ নিতে চলেছে সিপিএম।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক সিইও হয়েও করেন HR-এর কাজ! নিজে হাতেই নতুন কর্মীদের চাকরি দেন Zomato CEO কলকাতায় 'আকাশ তিমি' বেলুগা XL, বিমানটি কত লম্বা জানেন? ‘রেপ-টেপ’ বলে ট্রোল হওয়া ডোনার ষষ্ঠী লন্ডনে, সাজুগুজু জম্পেশ, সঙ্গে মেয়ে সানাও 'আরজি করে তাণ্ডব চালানোর ঘটনায় ধৃতদের মালা পরিয়ে বরণ মীনাক্ষী-সহ DYFI কর্মীদের' মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.