২০২১ সালের বিধানসভা নির্বাচনে একটি আসনও জিততে পারেনি বামেরা। ৩৪ বছর যে রাজ্য শাসন করেছে বামেরা, সেই রাজ্যে এই শোচনীয় ফলের জেরে এবার নড়েচড়ে বসছে সিপিএম। খোলস বদলে নয়া রূপে মানুষের সামনে নিজেদের পেশ করতে চাইছে সিপিএম। এর লক্ষ্যে সংস্কারের পথে হাঁটার দিকনির্দেশনা নির্ধারণ করতে রাজ্যে আসছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দলের রাজ্য নেতৃত্বের তরফে জানা গিয়েছে যে আ লবির জোরে চেয়ার দখল করে রাখা যাবে না। শুধু 'দল করি' বলে যারা পার্টি অফিসে বসে আড্ডা মারেন, তাঁদেরকে ছাঁটা হবে।
চলতি বছরের মধ্যেই বঙ্গ সিপিএমে সব পর্যায়ে নেতৃত্বে ব্যাপক রদবদল করতে চাইছেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এর আগে জানা গিয়েছিল যে ৭৫ ঊর্ধ্বদের দলীয় কমিটি থেকে ছাঁটতে চলেছে সিপিএম। কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। এর জেরে এবারে পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়তে পারেন বিমান বসু থেকে হান্নান মোল্লারা।
গত রবিবার শেষ হয় তিনদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক। করোনা আবহে ভার্চুয়ালি এই বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই ৭৫ ঊর্ধ্বদের কমিটি থেকে বাদ দেওয়ার বিষয়টি আলোচনা হয়। নবীনদের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে সিপিএম। জানা গিয়েছে আগামী বছর কেরলের কান্নুরে অনুষ্ঠিত হতে চলা পার্টি কংগ্রেসে এই সিদ্ধান্তে সিলমোহর পড়তে চলেছে।
২০২৪-এর লক্ষ্যে যখন বিরোধী দলগুলি কোমর কষছে, তখন সিপিএম নিজেদের বেহাল দশা নিয়ে চিন্তিত। কেরল ছাড়া বাকি সব রাজ্যে প্রায় শন্য। দেওয়ালে পিঠ ঠেকেছে দলের। তাই ২০২৪-এর আগে দলের তরুণ মুখকে তুলে আনতে এহেন সাহসী পদক্ষেপ নিতে চলেছে সিপিএম।