বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > দ্রুত পিএসসি-র চেয়ারম্যান নিয়োগ চান বোস, রাজভবনের চিঠি রাজ্যকে

দ্রুত পিএসসি-র চেয়ারম্যান নিয়োগ চান বোস, রাজভবনের চিঠি রাজ্যকে

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। (HT_PRINT)

নিয়োগ দুর্নীতির কারণে অপসারণ করা হয় পিএসসি-র চেয়ারম্যানকে। তার পর থেকে শূন্য পড়ে রয়েছে পদটি। বেশ কয়েকজন আধিকারিকের পদও ফাঁকা।

ফের রাজ্য-রাজ্যপাল নতুন সংঘাত। বৃহস্পতিবার রাজভবন থেকে বিবৃতি জারি করে অবিলম্বে নিয়োগসংস্থা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করতে বলা হয়েছে। না হলে রাজ্যের বিভিন্ন দফতরে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়ে গিয়েছে। এর ফলে সমস্যায় পড়ছেন চাকরি প্রার্থীরা। যদিও রাজ্যপালের এই দাবিকে আমল দিতে নারাজ শাসকদল। তাদের বক্তব্য সরকার সঠিক সময়ে নিয়োগ চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করবে। 

গত বছর পঞ্চায়েত নির্বাচনে অশান্তির সময় রাজভবনে ‘পিসরুম’ চালু করেন রাজ্যপাল। কেউ কোথাও আক্রান্ত হলে যেখানে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। পঞ্চায়েত ভোট শেষ হয়ে যাওয়ার পরও তিনি ‘পিসরুম’ চালু রেখেছেন। অনেকেই সেখানে ফোন করে নানা বিষয়ে অভিযোগ জানান। সেই ভাবে পিএসসি-র চেয়ারম্যান না থাকায় নিয়োগ স্থগিত রয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। এর প্রেক্ষিতেই রাজভবনের চিঠি রাজ্যকে বলে জানা গিয়েছে।

পড়ুন। ২১ ঘণ্টা তল্লাশির পর তিনটি ট্রাঙ্ক ও ট্রলিতে নথি নিয়ে প্রসন্নর অফিসে ছাড়ল ইডি

নিয়োগ দুর্নীতির কারণে অপসারণ করা হয় পিএসসি-র চেয়ারম্যানকে। তার পর থেকে শূন্য পড়ে রয়েছে পদটি। বেশ কয়েকজন আধিকারিকের পদও ফাঁকা। এই পরিস্থিতিতে নিয়োগ এবং প্রশাসনিক কোনও সিদ্ধান্ত নিতে পারছে না পিএসসি। তারই অবসান চেয়ে রাজ্যপাল চিঠি দিয়েছেন রাজ্যকে।

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। পিস রুমে অভিযোগ জমা পড়ছে শুনেই তিনি বলেন, ‘কবে থেকে আবার পিসরুমে অভিযোগ জমা পড়া শুরু হল? উনি খবরে ভেসে থাকার জন্য এ সব কথা বলছেন। পিএসি-তে চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ব্যাপারে কখন পদক্ষেপ করতে হবে, সেটা রাজ্য সরকার ভালই জানে। তাই, এতে কারও পরামর্শ বা নির্দেশের প্রয়োজন নেই।’

পড়ুন। শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ, স্কুলে স্কুলে পৌঁছায়নি প্রয়োজনীয় পাঠ্যবই

প্রসঙ্গত, এর আগে বিভিন্ন ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাতের পরিসর ক্রমশ চওড়া হয়েছে। তা সে অস্থায়ী উপাচার্য নিয়োগ হোক বা রাজ্যের আইনশৃঙ্খলা। সেই সংঘাতে নতুন সংযোজন পিএসসি-র চেয়ারম্যান নিয়োগ ইস্যু। যদিও সরকারি ভাবে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।  

বাংলার মুখ খবর

Latest News

বলিউডের অফার পেয়েও ফিরিয়েছেন ক্যাটরিনা! বললেন, 'আমার বিশ্বাস...' দেবের হয়ে প্রচারের জন্য কাঞ্চনের ডাক, 'কল্যাণ'-বিতর্কের পর ঘাটালে যাবেন কি তিনি টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা 'চকোলেট বোমা ফাটনে সেভি এনএসজি..য্যায়সে কোই যুদ্ধ হো রাহা হ্যায়', তোপ মমতার দুয়ারে রেশন নিয়ে সুপ্রিম কোর্টে ‘বিস্ফোরক হলফনামা’ কেন্দ্রের, ফের দুর্নীতি? MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো টোটোচালক থেকে প্রভাবশালী, শাহজাহানের শাগরেদ আবু তালেবকে তন্ন তন্ন করে খুঁজছে CBI 'বউয়ের 'স্ত্রীধন' নিয়ন্ত্রণে রাখতে পারেন না স্বামী', রাস্তা দেখাল সুপ্রিম কোর্ট বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ

Latest IPL News

টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.