নিত্যনতুন পন্থায় প্রতারণা করছে সাইবার অপরাধীরা। ইদানীং ভ্রমণের নামে বা টিকিট বুকিংয়ের নামে প্রতারণার ফাঁদ পাতছে সাইবার প্রতারকরা। জনপ্রিয় কিছু ভ্রমণ সংস্থার নামে ভুয়ো ওয়েবসাইট বানিয়ে প্রতারণাচক্র চালাচ্ছে প্রতারকরা। ভ্রমণে যাওয়ার জন্য বা বিমানের টিকিট বড় ছাড় দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে প্রতারকরা। একটি অভিযোগের তদন্তে নেমে এমনই তথ্য জানতে পেরেছে পুলিশ।
সম্প্রতি শহরের এক বাসিন্দা ৬ লক্ষ টাকা প্রতারণার শিকার হয়েছিলেন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে উত্তরপ্রদেশের দেওঘর এবং বেঙ্গালুরুর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই প্রতারণার টাকা ঢুকেছে। অভিযোগকারির নাম সুদর্শন মিত্তাল। রাসেল স্ট্রিটে তাঁর অফিস রয়েছে। প্রতারকরা একটি নামকরা অনলাইন ট্রাভেল পোর্টালের কর্মী পরিচয় দিয়ে তাঁর কাছ থেকে ৬ লক্ষ টাকা প্রতারণা করেছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, প্রতারকরা মিত্তালকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেছিল। তারপর সেই অ্যাপের সাহায্যে মিত্তালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারকরা।
এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইটি আইনে ৬৬ সি এবং ৬৬ ডি ধারায় প্রতারণা, জালিয়াতি এবং অপরাধমূলক ষড়যন্ত্র প্রভৃতির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ৪ লক্ষ টাকারও বেশি একটি জনপ্রিয় ওয়ালেটের মাধ্যমে বেঙ্গালুরুতে প্রতারকদের ব্যাঙ্কে জমা পড়েছিল। যে আইপি অ্যাড্রেসটির মাধ্যমে এই লেনদেন করা হয়েছিল তা দেওঘরে অবস্থিত বলে জানা গিয়েছে।
মিত্তালকে যে নম্বর থেকে ফোন করা হয়েছিল তার কল রেকর্ড এবং আইএমইআই অবস্থানও বিশ্লেষণ করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশের পাঁচ সদস্যের একটি দল ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হয়। অবশেষে, শুক্রবার ভোরবেলা দেওঘরের সারথ এলাকায় এক অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের নাম আনসারী। তাকে কলকাতায় আনা হয়েছে এবং আদালতে হাজির করা হয়েছে। একজন কর্মকর্তা বলেছেন, দেশে এবং দেশের বাইরে কিছু জনপ্রিয় জায়গায় গ্রীষ্মকালীন ভ্রমণের জন্য বিমানের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। ইতিমধ্যেই বহু অভিযোগ জমা পড়েছে। এবিষয়ে সাধারণ নাগরিকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup