বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Cyclone Jawad Updates: তৈরি পাম্পিং স্টেশন, ঘূর্ণিঝড় জাওয়াদে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় তৈরি কলকাতা

Cyclone Jawad Updates: তৈরি পাম্পিং স্টেশন, ঘূর্ণিঝড় জাওয়াদে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় তৈরি কলকাতা

তৈরি পাম্পিং স্টেশন, ঘূর্ণিঝড় জাওয়াদে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় তৈরি কলকাতা (ছবিটি প্রতীকী) (PTI)

‌ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘‌জাওয়াদ’‌। ঘূর্ণিঝড়ের জেরে ভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে কলকাতা পুরনিগম এলাকায়। পুরনিগম এলাকায় দুর্যোগ মোকাবিলায় এবার বিশেষ ব্যবস্থা নিচ্ছে প্রশাসনের আধিকারিকরা

জানা গিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরনিগম সূত্রে খবর, প্রবল বৃষ্টিতে শহরে জমা জল সরাতে প্রতিটি পাম্পিং স্টেশনে বাড়তি নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি পাম্পিং স্টেশনে পাম্পগুলিকে তৈরি রাখা হয়েছে। পাশাপাশি ঝড়, বৃষ্টিতে বাতিস্তম্ভ ভেঙে পড়ে গেলে সেগুলিকে যাতে দ্রুত সরানো হয়, সেজন্য সিইএসসির আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন পুর আধিকারিকরা। দুর্যোগ মোকাবিলার জন্য কলকাতা পুরনিগমের কন্ট্রোল রুমে আধিকারিকদের কাজ ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটি বোরোর ইঞ্জিনিয়াররা পরিস্থিতি পর্যালোচনা করবেন। শহরের বস্তি এলাকা বা নীচু এলাকায় জল জমলে সেই সব বাসিন্দাদের যাতে পুরনিগমের বিদ্যালয়ে বা কমিউনিটি হলে আশ্রয় দেওয়া যায়, সেই নির্দেশ দিয়েছেন পুর আধিকারিকরা

রবিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে থাকে। ওই দিন নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও মালদহে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মৌসম ভবনের দাবি, ঝড় ওড়িশার ওপর দিয়ে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে ঢুকে যেতে পারে। রাজ্য প্রশাসনের তরফে পাঁচটি জেলায় ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম, এই জেলাগুলি রয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে রাজ্যে আটটি দলকে মোতায়েন করা হয়েছে।

বন্ধ করুন