এবার এসএসকেএমের চিকিৎসকরা পৌঁছে যাবেন গ্রামে গ্রামে। যার পোশাকি নাম হল ‘দুয়ারে পিজি’ কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই পিজির চিকিৎসকদের গ্রামে গ্রামে গিয়ে পরিষেবা দেওয়ার কথা বলেছিলেন। সেই মতোই মঙ্গলবার থেকে দুয়ারে পিজি কর্মসূচি শুরু হয়েছে। এর ফলে জেলার মানুষরা আরও ভালো চিকিৎসা পরিষেবা পাবেন।
এই কর্মসূচির মাধ্যমে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার দুদিন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি দু'নম্বর ব্লকে শিবির করবেন এসএসকেএমের ৩৪ জন চিকিৎসক। এলাকার বাসিন্দারা চিকিৎসকদের কাছে চিকিৎসা করাতে পারবেন। মূলত যে ৩৪ জন চিকিৎসককে গ্রামে পাঠানো হয়েছে তারা সকলেই জুনিয়র ডাক্তার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত জানুয়ারিতে এসএসকেএম হাসপাতালের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে জুনিয়র ডাক্তারদের গ্রামে গিয়ে পরিষেবা দেওয়ার বার্তা দিয়েছিলেন। সেই মতোই গ্রামে গিয়ে পরিষেবা দেইয়া শুরু করলেন পিজির জুনিয়র ডাক্তাররা।
এক সপ্তাহে ৩ থেকে ৪ দিন গ্রামে গিয়ে পরিষেবা প্রদানের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছিলেন, যে সমস্ত জুনিয়র ডাক্তাররা গ্রামে গিয়ে পরিষেবা দেবেন তাদের আলাদা সুবিধা দেওয়া হবে। প্রাথমিকভাবে এসএসকেএম হাসপাতাল দিয়ে এই পরিষেবা শুরু হলেও আগামী দিনে অন্যান্য মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের চিকিৎসকরা প্রত্যন্ত এলাকায় গিয়ে শিবির করবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, বুধবার প্রথম দিনেই দুয়ারে পিজি কর্মসূচিতে যথেষ্ট রোগীর ভিড় হয়েছে। নিজের এলাকায় এসএসকেএমের চিকিৎসকদের পেয়ে খুশি স্থানীয়রা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup