বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Durga Pujo Package: বাসে, ট্রামে, জলপথে পুজো দেখা!প্যাকেজ নিয়ে এল পরিবহণ দফতর, শহরতলির ঠাকুরও আছে

Durga Pujo Package: বাসে, ট্রামে, জলপথে পুজো দেখা!প্যাকেজ নিয়ে এল পরিবহণ দফতর, শহরতলির ঠাকুরও আছে

দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে। প্রতীকী ফাইল ছবি (Photo by Money SHARMA / AFP) (AFP)

শুধু কলকাতা নয়। কলকাতার পাশাপাশি শহরতলিতেও এই পুজো পরিক্রমা করা হবে। সেক্ষেত্রে বাসিন্দারা বনেদি বাড়ির পুজোও দেখতে পাবেন। সপ্তমী, অষ্টমী ও নবমীতেও পুজো দেখানোর ব্যবস্থা করছে রাজ্য পরিবহণ নিগম।

পুজোর এখনও একমাসেরও বেশি দেরি রয়েছে। তবে ইতিমধ্যেই মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। পাড়ায় পাড়ায় মণ্ডপে আর প্রতিমার প্রতিযোগিতা। তবে এবার বাসিন্দাদের পুজো দেখানোর জন্য আগাম কর্মসূচি ঘোষণা করল রাজ্য পরিবহণ নিগম।

মহালয়ার আগেই পুজো দেখানোর ব্যবস্থা করবে রাজ্য পরিবহণ দফতর। প্রতিবারই এই ধরনের ব্যবস্থার আয়োজন করা হয়। তবে এবার কিছুটা আগাম একথা ঘোষণা করা হল। তারই গুরুত্বপূর্ণ কিছু দিক জেনে নিন। 

১) ১২-১৫  অক্টোবরের মধ্য়ে এই পুজো দেখানোর ব্যবস্থা করা হবে। অর্থাৎ মহালয়ার আগেই এই পুজো দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। 

২) শীততাপ নিয়ন্ত্রিত বাসে পুজো দেখানোর ব্যবস্থা করা হবে। তবে বাসটি যথেষ্ট বিলাসবহুল। 

৩) মূলত যাঁরা ভিড় ঠেলে পুজো দেখতে পারেন না তাঁদের জন্য়ই এই বিশেষ ব্যবস্থা। মূলত বয়স্ক মানুষ, বিদেশি পর্যটকদের জন্য় এই পুজো দেখার ব্যবস্থা করা হচ্ছে। 

৪) কলকাতার ২৪টি পুজো দেখানো হবে বাসে চেপেই। 

৫) তবে এর পাশাপাশি আরও একাধিক প্যাকেজ থাকছে। সেখানে কলকাতা ও শহরতলির পুজো পরিক্রমার প্যাকেজ থাকছে। জলপথেও পুজো দেখানোর ব্যবস্থা করা হবে। কামারপুকুর, জয়রামবাটি ও বিভিন্ন গ্রামের বনেদি বাড়ির পুজো দেখানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। 

এই প্যাকেজের ব্যাপারে কোথায় যোগাযোগ করবেন?

এসপ্ল্যানেডের বাস ও ট্রাম টার্মিনাস, যাদবপুর, গড়িয়া ৬ নম্বর, যাদবপুর, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসত কলোনি মোড়, শ্য়ামবাজার ট্রাম ডিপো, হাবড়া বাস ডিপো থেকে বুকিং করা যাবে। 

কোথা থেকে বিস্তারিত বিবরণ পাবেন? 

 এন মুখার্জি রোডে পরিবহণ ভবন রয়েছে। সেখান থেকে বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন। রাজ্য পরিবহণ নিগমের ওয়েবসাইট থেকেও তথ্য পাবেন। ৪৫ নম্বর গণেশ অ্য়াভিনিউতেও এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। 

তবে শুধু কলকাতা নয়। কলকাতার পাশাপাশি  শহরতলিতেও এই পুজো পরিক্রমা করা হবে। সেক্ষেত্রে বাসিন্দারা বনেদি বাড়ির পুজোও দেখতে পাবেন। সপ্তমী, অষ্টমী ও নবমীতেও পুজো দেখানোর ব্যবস্থা করছে রাজ্য পরিবহণ নিগম। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই পুজোর পরিক্রমার কথা ঘোষণা করেছেন। 

 

বাংলার মুখ খবর

Latest News

সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.