নারদকাণ্ডে তদন্তের গতি বাড়াতে চাইছে ইডি। আবারও একবার নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আগামী ৮ মার্চ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে ম্যাথু স্যামুয়েলকে ডেকে পাঠানো হয়েছে। নারদ স্টিং অপারেশনের জন্য খরচের পরিমাণ জানতেই তাকে ডেকে পাঠানো হয়েছে বলে ইডি সূত্রের খবর। সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য ম্যাথু স্যামুয়েলকে তলব করেছে ইডি।
স্টিং অপারেশনের খরচের বিষয়ে বিস্তারিত জানার জন্য ম্যাথু স্যামুয়েলকে সেই সমস্ত নথি পত্র আনার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, সিবিআইয়ের পর নারদ কাণ্ডে চার্জশিট পেশ করেছিল ইডি। সেই চার্জশিটে তৃণমূলের চার নেতা মন্ত্রীর পাশাপাশি নাম দেওয়া হয় মুকুল রায় এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর। এই চার নেতা মন্ত্রী হলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়। যদিও প্রয়াত তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের নাম পরে ইডির চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। গত বছরের মে মাসে নারদকাণ্ডে তাঁদের গ্রেফতার করেছিল সিবিআই। পরে অবশ্য তাঁরা শর্তসাপেক্ষে জামিন পেয়ে যান কলকাতা হাইকোর্টে।
২০১৪ সালে স্টিং অপারেশন করেছিলেন ম্যাথু। ব্যবসায়ীর ছদ্মবেশে ব্যবসায় সুবিধা পাওয়ার বদলে বেশ কয়েক জন নেতা-নেত্রী, পুলিশ অফিসারের হাতে টাকা তুলে দেন। নেতা মন্ত্রীদের হাতে টাকা তুলে দেওয়ার সেই দৃশ্য গোপন ক্যামেরায় বন্দি করেন। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগেই গোপন ক্যামেরায় বন্দি সেই ভিডিয়ো ফাঁস করেন। তারপরে শোরগোল পড়ে যায় রাজ্য থেকে শুরু করে গোটা দেশে। তাতে নাম জড়ায় তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর। এরপরে এই ঘটনার তদন্তে নামে সিবিআই এবং এনফর্সমেন্ট ডিরেক্টরেট।