বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কলকাতা মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিংয়ে আগুন

কলকাতা মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিংয়ে আগুন

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে বিগড়ে যাওয়া ভেন্টিলেটরটি খুলে CCU-র বাইরে নিয়ে আসেন তাঁরা। স্বস্তি ফেরে হাসপাতালে।

কলকাতায় করোনার চিকিৎসার অন্যতম প্রধান কেন্দ্র কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্রিন বিল্ডিংয়ে আগুন। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের CCU-তে আগুনের ফুলকি দেখা যায়। তৎপরতার সঙ্গে সেই আগুন নিয়ন্ত্রণে আনেন কর্মীরা। ফলে বড় বিপদ এড়ানো গিয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। 

হাসপাতাল সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা ৬.১৫ মিনিট নাগাদ হাসপাতালের চারতলায় CCU-র একটি ভেন্টিলেটর মেশিন থেকে আগুনের ফুলকি দেখা যায়। সেখানেই করোনা আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা চলছে। মুহূর্তে আতঙ্ক ছড়ায় হাসপাতালের গ্রিন বিল্ডিংয়ে। খবর পেয়ে PPE পরে পড়িমরি করে ছোটেন পূর্ত দফতরের কর্মীরা। 

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে বিগড়ে যাওয়া ভেন্টিলেটরটি খুলে CCU-র বাইরে নিয়ে আসেন তাঁরা। স্বস্তি ফেরে হাসপাতালে। 

কী করে আগুন লাগল তা জানতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তলব করা হয়েছে ভেন্টিলেটরের নির্মাতা সংস্থার আধিকারিকদের। 

 

বন্ধ করুন