বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অগস্টে কবে কবে কলকাতা বিমানবন্দরে উড়ান পরিষেবা বন্ধ থাকবে? দেখে নিন তালিকা
আগামী মাসে সম্পূর্ণ লকডাউনের দিনগুলিতে কলকাতা বিমানবন্দরে বন্ধ থাকবে উড়ান পরিষেবা। বৃহস্পতিবার একথা জানালেন বিমানবন্দরের আধিকারিকরা। সেই ঘোষণা মতো কবে কবে কলকাতায় যাত্রীবাহী বিমান ওঠানামা করবে না, তা দেখে নিন -
1
৫ অগস্ট।
2
৮ অগস্ট।
3
১৬ অগস্ট।
4
১৭ অগস্ট।
5
২৩ অগস্ট।
6
২৪ অগস্ট।
7
৩১ অগস্ট।
8
বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরের তরফে একটি টুইটবার্তায় বলা হয়েছে, 'পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা মতো আগামী ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ অগস্ট সার্বিক লকডাউনের দিন কলকাতা বিমানবন্দরে উড়ান পরিষেবা বন্ধ থাকবে।'
9
অন্যদিকে, আগামী ৩১ জুলাই পর্যন্ত দেশের ছ'টি শহর (দিল্লি, মুম্বই, চেন্নাই, পুণে, নাগপুর এবং আমদাবাদ) থেকে কলকাতায় কোনও বিমান অবতরণ করছে না। তবে ১ অগস্ট থেকে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হবে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।