রেলে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল রেলের প্রাক্তন কর্মচারীকে। চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। বৃহস্পতিবার অভিযুক্তকে ডালহৌসি থেকে গ্রেফতার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তাছাড়া অভিযুক্ত ব্যক্তি কত জনের সঙ্গে প্রতারণা করেছে, তা ধৃতকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম দীপক সিং। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এর আগে রেলেই চাকরি করতেন অভিযুক্ত ওই ব্যক্তি। কিন্তু বেশ কিছুদিন আগে রেলের টাকা আত্মসাৎ করার অভিযোগে সেই চাকরি খুইয়েছে অভিযুক্ত। অভিযোগ উঠেছে, চাকরি না-থাকার সত্বেও নিজেকে রেলের ইঞ্জিনিয়ার বলে পরিচয় দিয়ে প্রভাব খাটাতে শুরু করে দেয় এই প্রতারক।
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপির এক যুবক হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন যে, দীপক তাঁকে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা নিয়েছিলেন। কিন্তু চাকরির নিয়োগপত্র হাতে পাননি তিনি। পরে দীপক তাঁর সঙ্গে আর যোগাযোগও রাখেনি। সেই টাকা ফেরতও দেয়নি অভিযুক্ত। অবশেষে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন প্রতারিত যুবক। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তারপরই ডালহৌসি চত্বর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।