ফ্রেন্ডশিপ অ্যাপে প্রতারণার অভিযোগ উঠল। দেখা করার নামে এক যুবকের কাছ থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পার্কস্ট্রিটে। এই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম হল মহম্মদ রেয়ান ওরফে ছটকা (২২) এবং মহম্মদ ওয়াসিফ (২২)। ট্যাংড়ার ২৯ বছর বয়সি এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা হাতানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ধৃতদের আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
আরও পড়ুন: অনলাইনে পরিচয়, বাড়িতে মদ খেতে এসে সোনাদানা, টাকাপয়সা নিয়ে চম্পট দিল সুন্দরী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ী প্রায় ১০ দিন আগে নিজের মোবাইলে একটি ফ্রেন্ডশিপ অ্যাপ ডাউনলোড করেছিলেন। তারপর থেকেই তিনি অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে ফোন পেতে শুরু করেন। গত ৫ দিন আগে এক ব্যক্তি তাকে ফোন করে একাকিত্বে ভুগছেন বলে ওই ব্যবসায়ীর সঙ্গে আলাপ জমায়। ফোনে ওই ব্যক্তি জানান, তিনি ব্যবসায়ীর সঙ্গে বন্ধুত্ব করতে চান। তাতে রাজি হন ওই ব্যবসায়ী। এরপর তাদের ফোনে এবং হোয়াটসঅ্যাপ কথোপকথন হতে থাকে। জানা যায়, অভিযুক্ত গত ১৮ ডিসেম্বর বিকেল ৩ টে নাগাদ পার্কস্ট্রিটে দেখা করার প্রস্তাব দেয়। সেইমতো দুজনে দেখা করে পার্ক স্ট্রিটের দিকে হাঁটতে শুরু করেন। অভিযোগ, এরপর ওই ব্যবসায়ীকে একটি ফ্ল্যাটে যাওয়ার প্রস্তাব দেয় অভিযুক্ত। সেখানে যাওয়ার পথেই প্রতারিত হন ওই ব্যবসায়ী। তখন তাকে মারধর করে তার কাছ থেকে অভিযুক্তরা ডেবিট কার্ড এবং দামি মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর কার্ডের পিন জানাতে বাধ্য করে। সেটি জানার পরেই একাধিক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ।
পরের দিন থানায় অভিযোগ জানান ওই ব্যবসায়ী। তার ভিত্তিতে পুলিশ অপরাধী ষড়যন্ত্র, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) সৈয়দ ওয়াকার রাজা জানান, অভিযুক্তরা একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ওই ব্যবসায়ীকে দেখা করতে উৎসাহিত করে। পার্ক স্ট্রিটে দেখা করার পর তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩,৪৪,০০০ টাকা তুলে নেয়। দামি মোবাইল ফোনও কেড়ে নেয় তারা। তিনি বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি এবং এই গ্যাংয়ের সঙ্গে জড়িত দু'জনকে ধরার জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে এখনও পর্যন্ত একটি দামি মোবাইল ফোন এবং ৩০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।’