বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > গায়েব গোপাল দলপতি, নেই তিহাড় জেলে, ED-কে জানিয়ে দিল দিল্লি পুলিশ

গায়েব গোপাল দলপতি, নেই তিহাড় জেলে, ED-কে জানিয়ে দিল দিল্লি পুলিশ

গোপাল দলপতি, নীল সোয়েটারে। 

জি নেট চিটফান্ড কাণ্ডে ২০২০ সালের ১১ জানুয়ারি দমদম বিমানবন্দর থেকে গ্রেফতার হন গোপাল দলপতি। তখন তিনি গুয়াহাটি পালানোর চেষ্টায় ছিলেন। সঙ্গে গ্রেফতার হন তাঁর স্ত্রী। তার পর তাঁকে দিল্লি নিয়ে যায় ইডি।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গোপাল দলপতির খোঁজ পাচ্ছে না ইডি। এতদিন ইডির তরফে জানানো হয়েছিল, চিটফান্ড মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন গোপাল। গোপালের নাম এই দুর্নীতিতে বার বার উঠে আসায় তাঁকে জেরা করতে চেয়ে দিল্লিতে যোগাযোগ করেছিলেন ইডির গোয়েন্দারা। আর তার পরই জানা গিয়েছে। জেল থেকে জামিনে মুক্ত হয়ে বেপাত্তা গোপাল।

ইডি সূত্রে জানা গিয়েছে, গোপালকে জেরা করতে তাঁকে হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়ে দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন কলকাতার আধিকারিকরা। এর পর তিহাড় জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন দিল্লির ইডি আধিকারিকরা। জবাবে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ২০২১ সালে তিহাড় জেলে বন্দি হিসাবে আসেন গোপাল দলপতি। ২০২২ সালে জামিনে মুক্তি পান তিনি। তার পর তাঁর অবস্থান জানে না দিল্লি পুলিশ।

জি নেট চিটফান্ড কাণ্ডে ২০২০ সালের ১১ জানুয়ারি দমদম বিমানবন্দর থেকে গ্রেফতার হন গোপাল দলপতি। তখন তিনি গুয়াহাটি পালানোর চেষ্টায় ছিলেন। সঙ্গে গ্রেফতার হন তাঁর স্ত্রী। তার পর তাঁকে দিল্লি নিয়ে যায় ইডি।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত ২১ জানুয়ারি তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পর উঠে আসে গোপাল দলপতির নাম। কুন্তলের দাবি, তাপস মণ্ডল ও গোপাল দলপতি পরিকল্পনা করে তাঁকে ফাঁসিয়েছেন। এর পর থেকে বার বার গোপাল দলপতির নাম উছে এসেছে কুন্তলের মুখে। তাঁর দাবি, যাবতীয় টাকা তিনি দিয়েছিলেন গোপালকে। ওদিকে তাপস মণ্ডল জানান, গোপাল দলপতি তাঁর পূর্ব পরিচিত। একদিন কয়েকজন চাকরিপ্রার্থীদের নিয়ে তাঁর সঙ্গে দেখা করে চাকরির ব্যবস্থা করতে বলেন। তখন গোপালের সঙ্গে কুন্তলের পরিচয় করিয়ে দেন তাপসবাবু। তাঁর দাবি, এর পর গোপাল দলপতির মাধ্যমে বিভিন্ন জেলা থেকে চাকরির নামে টাকা তোলা শুরু করেন কুন্তল।

ওদিকে ইডির দাবি, কুন্তল ও তাপস দুজনেই গোপাল দলপতিকে ব্যবহার করেছেন। গোপালের চিটফান্ডের মাধ্যমে তাঁরা কোটি কোটি কালো টাকা সাদা করেছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন