বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌মুখ্যসচিব পদক্ষেপ গ্রহণ করুন’‌, অভিষেক ইস্যুতে সময় বেঁধে দিলেন রাজ্যপাল

‘‌মুখ্যসচিব পদক্ষেপ গ্রহণ করুন’‌, অভিষেক ইস্যুতে সময় বেঁধে দিলেন রাজ্যপাল

রাজ্যপাল জগদীপ ধনখড়।

রবিবার রাজ্যপাল এই ইস্যুতে বলেছিলেন, ‘‌এসএসসি মামলায় সিবিআই নির্দেশ দিয়েছেন যে বিচারপতি তাঁকে আক্রমণ করা নিন্দনীয়। একজন সাংসদ যাবতীয় সীমা ছাড়িয়েছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানকে বেনজিরভাবে আক্রমণ করছেন। মুখ্যসচিবকে বলছি, অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুন।’‌

শনিবার হলদিয়া থেকে বিচারপতিদের একাংশকে নিয়ে মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রবিবার বাগডোগরা বিমানবন্দরে এই নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার পাল্টা অভিষেকও টুইট করেছিলেন। আজ, সোমবার দার্জিলিং থেকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি লিখলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

ঠিক কী নির্দেশ দিয়েছেন রাজ্যপাল?‌ বিচারব্যবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে মুখ্যসচিবকে রাজ্যপাল নির্দেশ দিয়েছেন, ‌আগামী ৬ জুনের মধ্যে এই ব্যাপারে পদক্ষেপ করতে হবে। এমনকী একজন জনপ্রতিনিধি বিচারব্যাবস্থা নিয়ে এমন মন্তব্য করবেন, তাকে কোনওভাবেই উপেক্ষা করা যাবে না। এই তারিখ বাতলে সময় বেঁধে দেওয়ায় শোরগোল পড়েছে রাজ্য–রাজনীতিতে।

ঠিক কী বলেছিলেন অভিষেক?‌ শনিবার হলদিয়ার শ্রমিক সমাবেশ থেকে অভিষেক বলেছিলেন, ‘আমার বলতেও লজ্জা লাগে, বিচারব্যবস্থা একজন–দু’‌জন আছেন যাঁরা যোগসাজশে কাজ করছেন। তল্পিবাহক হিসাবে কাজ করছেন। কিছু হলেই সিবিআই করে দিচ্ছেন। খুনের মামলায় স্থগিতাদেশ দিয়ে দিচ্ছেন। ভাবতে পারেন‌!‌ আপনি অভিযুক্তকে নিরাপত্তা দিতে পারেন, কিন্তু স্থগিতাদেশ দিতে পারেন না।’

রাজ্যপাল ঠিক কী বলেছিলেন?‌ রবিবার রাজ্যপাল এই ইস্যুতে বলেছিলেন, ‘‌এসএসসি মামলায় সিবিআই নির্দেশ দিয়েছেন যে বিচারপতি তাঁকে আক্রমণ করা নিন্দনীয়। একজন সাংসদ যাবতীয় সীমা ছাড়িয়েছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানকে বেনজিরভাবে আক্রমণ করছেন। মুখ্যসচিবকে বলছি, অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুন।’‌ পাল্টা অভিষেক বলেছিলেন, তিনি এক শতাংশ বিচারপতির কথা বলেছিলেন। কারা লাল রেখা অতিক্রম করছেন সবাই দেখছেন।

বন্ধ করুন