ঝেঁপে বৃষ্টি হলেও গোটা আষাঢ় গিয়েছে শুখা। ইলিশের দেখা মেলেনি পশ্চিমবঙ্গ উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে। শ্রাবণের শুরুতে অবশেষে কাটল সেই খরা। দেখা মিলল ইলিশের। শনিবারই ডায়মন্ড হারবারে এসে পৌঁছেছে ৬,০০০ কিলোগ্রাম ইলিশ মাছ। যাতে ব্যবসায়ীদের ধারণা, এবার সাধারণের নাগালে আসতে চলেছে ইলিশ।
ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, শনিবার ১২টি ট্রলারে করে প্রায় ৬ হাজার কেজি ইলিশ পৌঁছেছে সেখানে। প্রতিটি ট্রলারে উঠেছে প্রায় ৫০০ কেজি ইলিশ। সেই ইলিশ দেদার বিকোচ্ছে বাজারে। সস্তায় ইলিশ কিনছেন রাজ্য ও ভিনরাজ্যের আড়তদারেরা।
ব্যবসায়ীরা জানাচ্ছেন, ৬০০ গ্রাম ওজনের মাছ পাইকারিতে বিক্রি করছে ৩০০ – ৪০০ টাকায়। কেজি ওজনের মাছ মিলছে ৮০০ – ৯০০ টাকা প্রতি কেজিতে।
চলতি বছর গোটা আষাঢ় মাস নগেন্দ্র বাজারে ইলিশের দেখা মেলেনি। ইলিশ ওঠেনি দিঘা-শঙ্করপুরেও। বর্ষা শুরুর পর থেকে এখনো পর্যন্ত একবারই ইলিশের খোঁজ পেয়েছিলেন মৎস্যজীবীরা। তার পর থেকে আবার অপেক্ষা। গত কয়েক বছর পশ্চিমবঙ্গ উপকূলে ইলিশের দেখা নেই। গত বছর লকডাউনের জেরে দূষণ কমায় ইলিশ মিলবে বলে মনে করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত নিরাশ হতে হয়েছিল সবাইকে।