বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আক্রান্ত হাতেগোনা, কোন অস্ত্রে করোনার দ্বিতীয় ঢেউ রুখে দিল সোনাগাছি?

আক্রান্ত হাতেগোনা, কোন অস্ত্রে করোনার দ্বিতীয় ঢেউ রুখে দিল সোনাগাছি?

টিকা, সামাজিক দূরত্ব, করোনাবিধি বাঁচাচ্ছে সোনাগাছির যৌনকর্মীদের (ছবি সৌজন্য, পিকচার অ্যালায়েন্স/ডিপিএ/ডয়চে ভেলে)

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে দৈনিক সংক্রমণ চার লাখ ছাড়িয়ে গিয়েছিল৷

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে দৈনিক সংক্রমণ চার লাখ ছাড়িয়ে গিয়েছিল৷ কিন্তু সেই অর্থে আক্রান্ত হননি যৌনকর্মীরা৷ কেন?

সোনাগাছির এই রাস্তাটা সন্ধ্যার দিকে একেবারে অন্য চেহারায় থাকে৷ চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের ব্যস্ততা এমনিতেই কলকাতার যে কোনও রাস্তার থেকে বেশি৷ সোনাগাছির মুখে তার উপর জায়গায় জায়গায় জটলা থাকে৷ 'বাবুদের' আগ্রহী দৃষ্টি, যৌনকর্মীদের 'বাবু' ধরার চেষ্টা, আলো-আঁধারি রাস্তায় যেন একটু বেশি গায়ে লাগালাগি৷

সেই রাস্তা দিয়েই সোনাগাছির ভিতরে নিয়ে যাচ্ছে লক্ষ্মী (নাম পরিবর্তিত)৷ একের পর এক গলির মুখে ছোটো-ছোটো হেল্পডেস্ক৷ থার্মাল স্ক্যানার নিয়ে বসে আছেন স্বেচ্ছাসেবকরা৷ লক্ষ্মীর মুখে ডাবল মাস্ক, সাংবাদিককেও বাধ্য করেছে ডাবল মাস্ক পরতে৷ কিছুক্ষণ পর পরই পকেট থেকে স্যানিটাইজার বের করে হাতে লাগিয়ে নিচ্ছে৷

স্টোরির স্বার্থে করোনার দ্বিতীয় ঢেউয়ের অব্যবহৃত পরে সাংবাদিককে যেতে হয়েছিল সোনাগাছি৷ করোনার একেবারে গোড়ায় এই লক্ষ্মীদের নিয়েই স্টোরি করেছিল ডয়চে ভেলে৷ লম্বা লকডাউনে কার্যত অনাহারে দিন কাটছিল লক্ষ্মীদের৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের পরে তাঁরা কেমন আছেন, সেটাই স্টোরির বিষয়৷ এমন সোনাগাছি সাংবাদিক দেখেনি৷ গায়ে গায়ে সোনাগাছি হঠাৎ সতর্ক হয়ে নিরাপদ দূরত্ব তৈরি করে নিয়েছে৷ কেউ কারও কাছে ঘেঁষছেন না৷ জায়গায় জায়গায় হেল্প ডেস্কে থার্মাল স্ক্যানারে মেপে নেওয়া হচ্ছে 'বাবুদের' তাপমাত্রা৷ সামান্য সর্দি-কাশির আভাস পেলেও তাঁকে চলে যেতে বলা হচ্ছে৷ একেকটি ঘরে ঢোকার মুখে স্যানিটাইজ করা হচ্ছে 'বাবুদের'৷

লক্ষ্মীর বক্তব্য, 'ঘরের ভিতরেও মাস্ক খুলতে দিচ্ছি না আমরা৷ নিজেরাও খুলছি না৷ আগেই এ কথা জানিয়ে দিচ্ছি বাবুদের৷ তাতে পোষালে ভালো, না পোষালে কিছু করার নেই৷' খাতায়-কলমে এশিয়ার সবচেয়ে বড় যৌনপল্লি কলকাতার সোনাগাছি৷ শতক পুরনো এই রিপুমহলে এখন বাস করেন প্রায় সাত হাজার যৌনকর্মী এবং তাঁদের পরিবার৷ এছাড়াও রয়েছে যৌনকর্মীরা৷ যাঁরা সোনাগাছিতে থাকেন না, কিন্তু কাজের সূত্রে আসেন৷ সেই সংখ্যা হিসেব করলে মোট যৌনকর্মীর সংখ্যা ১৫ হাজারের কাছাকাছি৷ আশ্চর্যের বিষয় হল, করোনার দ্বিতীয় ঢেউ সেই সোনাগাছি সামলে ফেলেছে৷ মৃত্যু হয়নি একজনেরও৷ সব মিলিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ শতাংশেরও কম যৌনকর্মী৷ কীভাবে?

কিছুদিন আগে করোনাতেই মৃত্যু হয়েছে বিশিষ্ট চিকিৎসক স্মরণজিৎ জানার৷ দীর্ঘদিন ধরে সোনাগাছির যৌনকর্মীদের স্বাস্থ্য নিয়ে তিনি কাজ করেছেন৷ সাংবাদিককে বলছিলেন, 'করোনার প্রথম ঢেউয়ে সম্পূর্ণ লকডাউনে ভয়ংকর অবস্থা হয়েছিল সোনাগাছির যৌনকর্মীদের৷ বোঝা যাচ্ছিল ফের লকডাউন হলে তাঁরা না খেতে পেয়ে মরে যাবেন৷' ফলে টিকা আসার পরেই দ্রুত যৌনকর্মীদের টিকা দেওয়ার ব্যবস্থা করেন ডাক্তারবাবু৷ পাশাপাশি শুরু হয় সচেতনতা শিক্ষা৷

এনজিও দুর্বার ভারতের যৌনকর্মীদের নিয়ে কাজ করে৷ ঘরে ঘরে সচেতনতামূলক লিফলেট বিলি করতে শুরু করে তারা৷ যৌনকর্মীদের বোঝানো হয়, ব্যবসা করলেও কীভাবে দূরত্বের কথা মাথায় রাখতে হবে৷ মুখ থেকে মাস্ক খোলা যাবে না৷ কীভাবে নিজেদের স্যানিটাইজ করতে হবে৷ এরপরেই গোটা সোনাগাছি জুড়ে বেশ কিছু হেল্প ডেস্ক তৈরি করে দুর্বার৷ 'বাবুদের' পরীক্ষা শুরু হয়৷

দুর্বারের সম্পাদক কাজল বসুর বক্তব্য, 'ডাক্তারবাবুর পরামর্শ মতোই সমস্ত কাজ করেছি আমরা৷ তাতে লাভও হয়েছে৷ যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের কড়া আইসোলেশনে রাখা হয়েছে৷ সোনাগাছির মতো ঘিঞ্জি জায়গায় একবার করোনা ছড়িয়ে গেলে ভয়ংকর ব্যাপার হত৷'

দীর্ঘদিন ধরে যৌনকর্মীদের নিয়ে কাজ করছেন মহাশ্বেতা মুখোপাধ্যায়৷ ডয়চে ভেলেকে তিনি জানিয়েছেন, 'খুব সতর্কভাবে সমস্ত ব্যবস্থা করা হয়েছিল৷ সরকারও খুব সাহায্য করেছে৷ সে কারণেই সময় মতো সকলকে টিকা দেওয়া গিয়েছে৷ ব্যবসা বন্ধ না করেও যে সতর্কতা অবলম্বন করা যায়, সোনাগাছি এবারে তা দেখিয়ে দিয়েছে৷'

শুধু সোনাগাছি নয়, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত যৌনপল্লিতেই একই নিয়ম পালন করেছেন যৌনকর্মীরা৷ ফলও পেয়েছেন৷ তবে বাকি ভারতের চেহারা অবশ্য এক নয়৷ দিল্লিতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ে ফের কাজ বন্ধ হয়ে যায় যৌনকর্মীদের৷ নিশার (নাম পরিবর্তিত) মতো যৌনকর্মীরা হরিয়ানায় দেশের বাড়ি ফিরে গিয়েছিলেন, যাঁরা বাড়ি ফিরতে পারেননি, তাঁরা পরিচিত 'বাবুদের' বাড়ি গিয়ে অথবা হোটেলে গিয়েছেন৷ যৌনকর্মীর বাচ্চাদের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিল্লিতে যৌনকর্মীদের নিয়ে কাজ করা এক এনজিও কর্মী৷ তবে গত এক মাসে দিল্লির যৌনকর্মীদেরও টিকা দেওয়া শুরু হয়েছে৷ জুলাইয়ের শেষ দিক থেকে তাঁরা কাজও করতে শুরু করেছেন৷

বাংলার মুখ খবর

Latest News

‘কারও ভাই জঙ্গি হলেই তাঁর পাসপোর্ট আটকানো যায় না…’ মাপকাঠি তিনটে, দলের এমপিদের পরীক্ষা নিচ্ছেন রাহুল কোচিতে জিতলে শিল্ড জয়ের দিকে এক ধাপ এগোব… কেরল ম্যাচের আগে অকপট দাবি মোলিনার আমেরিকা সফরে PM মোদী, ব্লেয়ার হাউস সেজেছে ভারতীয় পতাকায় ‘অটল বিহারী বাজপেয়ীজি আমাকে বিহারের মুখ্যমন্ত্রী করেছিলেন’, BJP-বন্দনা নীতীশের ‘বিবাহ সম্পন্ন হল’ বধূবেশে মনোজ মুরলির বাহুলগ্না হয়ে ধরা দিতেই ট্রোল্ড দেবলীনা! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি, আর কী আলোচনায়? বড় ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের অধিনায়কত্ব প্রত্যাখ্যান করে কি পতিদারের নাম প্রস্তাব করেছিলেন কোহলি? মোদীর মার্কিন সফরের সপ্তাহে US থেকে আরও ভারতীয় প্রত্যর্পণ!২ বিমান নামবে কোথায়? 'একটা বড় ব্য়াপার!' মোদীর সঙ্গে বৈঠকের আগে 'শুল্ক' পোস্ট ট্রাম্পের

IPL 2025 News in Bangla

অধিনায়কত্ব প্রত্যাখ্যান করে কি পতিদারের নাম প্রস্তাব করেছিলেন কোহলি? রিপোর্ট- প্রকাশ্যে IPL 2025-এর সূচি,প্রথম ম্যাচেই নামছে KKR, প্রতিপক্ষ কে জানেন? কোহলির থেকে শিখতে পারব… নতুন ভূমিকায় আত্মবিশ্বাসী পতিদার IPL 2025: RR স্পিনিং রত্নদের উজ্জ্বল করতে যুক্ত হলেন দ্রাবিড়ের প্রাক্তন সতীর্থ এটি বড় দায়িত্ব… রজত অধিনায়ক হওয়ার পর মুখ খুললেন কোহলি RCB Captain Announced: ফিরলেন না কোহলি, আইপিএলে আরসিবিকে নেতৃত্ব দেবেন পতিদার বিরাট কোহলি নাকি অন্য কেউ? IPL 2025-এ RCB-র অধিনায়ক হবেন কে? সামনে এল বড় আপডেট দ্য হান্ড্রেড টুর্নামেন্টের সাউদার্ন ব্রেভ দলের মালিকানা ধরে রাখল GMR গ্রুপ ক্রিকেটে এবার বিনিয়োগ করল চেলসির মালিকরা! দ্য হান্ড্রেডে কোন দল কিনলেন? রাজস্থান রয়্যালস শিবিরে রিয়ানদের সঙ্গে ক্রিকেটে মাতলেন এড শিরান, চমক জার্সিতে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.