মাঝেরহাট স্টেশন চালু হলেই জোকা-এসপ্ল্যানেড করিডরে মেট্রোর সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, মাঝেরহাট থেকে বাণিজ্যিক পরিষেবা শুরু হলে জোকা-এসপ্ল্যানেড করিডরের (পার্পল লাইন) জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত অংশে দৈনিক কমপক্ষে ৪৮টি মেট্রো (আপ অভিমুখে ২৪টি এবং ডাউন অভিমুখে ২৪টি) চালানো হবে। আপাতত জোকা থেকে তারাতলা পর্যন্ত অংশে দিনে মোট ২৪টি মেট্রো চলাচল করে। এখন যে ৪০ মিনিটের ব্যবধানে মেট্রো চলাচল করে, সেটা এবার থেকে কমে ২০ মিনিটে ঠেকবে। অর্থাৎ প্রতি ২০ মিনিটে মেট্রো আসবে বলে সূত্রের খবর।
তবে প্রাথমিকভাবে পরিষেবার সময়সীমা বাড়ানো না হতেও পারে। আপাতত জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত অংশে সকাল ৮ টা ৫৫ মিনিট থেকে বিকেল ৪ টে ৫৫ মিনিট পর্যন্ত পরিষেবা মেলে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত শুধুমাত্র মেট্রো চলাচল করে। শনিবার এবং রবিবার পরিষেবা বন্ধ থাকে। মাঝেরহাট স্টেশনে জুড়ে গেলেও পরিষেবার সময় বাড়ানো হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
সংশ্লিষ্ট মহলের মতে, পুরোদমে মাঝেরহাট থেকে পরিষেবা শুরু হয়ে গেলে প্রতিদিন আরও বেশিক্ষণ মেট্রো চালাতে হবে। কারণ এবার থেকে পূর্ব রেলওয়ের মাঝেরহাট স্টেশনে নেমে সরাসরি মেট্রো ধরে জোকায় (তারাতলা, বেহালা বাজার, বেহালা চৌরাস্তা, সখের বাজার, ঠাকুরপুর ও জোকা) চলে যেতে পারবেন। একইভাবে ফেরার সময় জোকা, ঠাকুরপুর, সখের বাজার, বেহালার মতো জায়গা থেকে মেট্রো চেপে সোজা মাঝেরহাট স্টেশনে নেমে ট্রেন ধরতে পারবেন যাত্রীরা। এখন সেটা হয় না। তারাতলা পর্যন্ত মেট্রো আসায় খুব বেশি সংখ্যক ওই করিডর ব্যবহার করেন না।
কিন্তু বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি জোকা-এসপ্ল্যানেড করিডরের (পার্পল লাইন) তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত অংশের উদ্বোধন করার পরে যখন বাণিজ্যিক পরিষেবা শুরু হবে, তখন সেই খামতি দূর হয়ে যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ওই মহলের ধারণা, তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত ওই ১.২৫ কিলোমিটার পথের হাত ধরেই জোকা-এসপ্ল্যানেড করিডরে ‘প্রাণ’ ফিরে আসবে। কিন্তু কবে বাণিজ্যিক পরিষেবা শুরু করা হবে, তা এখনও মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়নি।
জোকা থেকে মাঝেরহাট মেট্রোর ভাড়া কত পড়বে?
আপাতত জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরে (পার্পল লাইন) সর্বোচ্চ ভাড়া হল ২০ টাকা। জোকা থেকে তারাতলায় আসতে এবং তারাতলা থেকে জোকায় যেতে ২০ টাকা খরচ পড়ে। মাঝেরহাট থেকে পরিষেবা শুরু হলেও সর্বোচ্চ ভাড়ার ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হবে না বলে সূত্রের খবর। অর্থাৎ জোকা থেকে মাঝেরহাটে আসতে এবং মাঝেরহাট থেকে জোকায় যেতে ২০ টাকা লাগবে।