একবার টিকিট কাটতে হবে। খরচ পড়বে মাত্র ৫০ টাকা। আর সেই টাকা দিয়েই হাওড়া থেকে সোজা রুবির মোড়ে পৌঁছে যেতে পারবেন। আবার হাওড়া থেকে দমদম যেতে খরচ পড়বে ২৫ টাকা। সেইসঙ্গে হাওড়া থেকে মেট্রোয় চেপে অপর লাইনের বিভিন্ন স্টেশনে যেতে কত টাকা লাগবে, তা জানিয়ে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, একটি টিকিট কেটেই হাওড়া থেকে দক্ষিণেশ্বর বা হাওড়া থেকে রুবি যেতে পারবেন যাত্রীরা। সেজন্য আলাদাভাবে কোনও টিকিট কাটতে হবে না।
আগামী বুধবার কলকাতার তিনটি মেট্রো লাইনের উদ্বোধনের আগে বিষয়টি ব্যাখ্যা করে মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া থেকে উঠে এসপ্ল্যানেড স্টেশনে নামবেন। তারপর নর্থ-সাউথ মেট্রো করিডরের এসপ্ল্যানেড স্টেশন থেকে মেট্রো চলবে। যিনি দক্ষিণেশ্বর যেতে চাইবেন, তিনি নর্থ-সাউথ মেট্রো করিডর থেকে সোজা সেখানে পৌঁছে যেতে পারবেন। আর রুবি যেতে চাইলে নর্থ-সাউথ মেট্রো করিডরের কবি সুভাষ (নিউ গড়িয়া) স্টেশনে পৌঁছাতে হবে। সেখান থেকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের ট্রেন ধরে রুবি স্টেশনে (হেমন্ত মুখোপাধ্যায়) পৌঁছে যেতে পারবেন।
একইভাবে কোনও যাত্রী কোনও লোকাল ট্রেন থেকে হাওড়া স্টেশনে নেমে ইস্ট-ওয়েস্ট করিডরের হাওড়া স্টেশন থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেডে এসে নর্থ-সাউথ মেট্রো করিডরের যে কোনও স্টেশনে যেতে পারবেন (সেটা দক্ষিণেশ্বরের দিকে হোক বা কবি সুভাষের দিকে হোক)। কবি সুভাষের দিকে গেলে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের কোনও স্টেশনে যেতে পারবেন। অর্থাৎ কলকাতার তিনটি মেট্রো লাইন সংযুক্ত হয়ে যাবে। তবে মাঝেরহাট মেট্রোর ক্ষেত্রে সেটা হচ্ছে না।
হাওড়া থেকে বিভিন্ন স্টেশনে যেতে কত খরচ পড়বে?
১) হাওড়া থেকে দক্ষিণেশ্বর: ৩০ টাকা।
২) হাওড়া থেকে দমদম: ২৫ টাকা।
৩) হাওড়া থেকে এসপ্ল্যানেড: ১০ টাকা।
৪) হাওড়া থেকে গিরিশ পার্ক: ২০ টাকা।
৫) হাওড়া থেকে হেমন্ত মুখোপাধ্যায়: ৫০ টাকা।
৬) হাওড়া থেকে সেন্ট্রাল: ১৫ টাকা।