জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প। শহরের আর পাঁচটা প্রকল্পের মতোই এই প্রকল্পের কাজও চলছে পুরোদমে। মাঝেরহাট স্টেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। মেট্রো রেল প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এই করিডোরে পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড স্টেশন তৈরির কাজ শীঘ্রই শুরু হবে। এই করিডোরের অন্য়তম দুটি গুরুত্বপূর্ণ স্টেশন হবে এই দুটি স্টেশন।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্টেশন তৈরির জায়গা পাওয়ার জন্য গত ১৭ জুলাই একটি যৌথ মিটিং হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের ময়দান তাঁবুর কনফারেন্স রুমে এই মিটিং হয়। যেখানে পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহন উপস্থিত ছিলেন। এই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রেল বিকাশ নিগমে যাতে এই প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে করতে পারে সেকারণে ময়দান এলাকার অন্তত পাঁচটি ক্লাবকে সাময়িকভাবে বন্ধ বা অন্যত্র সরানো হবে। সেই ক্লাবগুলির কাজকর্মে (যেমন ক্যালকাটা পুলিশ ক্লাব, ক্য়ালকাটা কেনেলস ক্লাব, রাজস্থান ক্লাব, কালিঘাট ক্লাব( স্পোর্টস গ্রাউন্ড), খিদিরপুর স্পোর্টিং ক্লাব) এই নির্মাণ কাজের সময় বিঘ্ন ঘটতে পারে।
ক্লাবগুলি এই নির্মাণ কাজের সময় প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানিয়েছে। কলকাতা মাউন্টেড পুলিশ প্যাডক ও রাইডিং স্কুল স্থায়ীভাবে সরানো হবে। কারণ এসপ্ল্যানেড স্টেশনের উপরের অংশটা ওই স্কুলের গ্রাউন্ডে হবে।
সমস্ত ক্লাবের প্রতিনিধিরা সেই মিটিংয়ে উপস্থিত যারা ছিলেন তারা ক্লাব বন্ধ করতে ও ক্লাব সাময়িকভাবে সরাতে সম্মত হয়েছেন। কলকাতা পুলিশ ক্যালকাটা পুলিশ ক্লাব ও কলকাতা মাউন্টেড পুলিশ প্যাডক ও রাইডিং স্কুলকে স্থায়ীভাবে সরানোর জন্য় জায়গা দেখেছে। মাসখানেকের মধ্য়ে এই জায়গা খালি করার জন্য অনুরোধ করা হয়েছে। মেট্রোর মুখ্য় জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বিবৃতি জারি করে একথা জানিয়েছেন।
অর্থাৎ মেট্রো প্রকল্পের জন্য আপাতত সরানো হচ্ছে ময়দানের একাধিক ক্লাবকে। তবে ক্লাবগুলি এব্য়াপারে সম্মতি জানিয়েছে বলে খবর। সেক্ষেত্রে এবার বড় উদ্যোগ মেট্রো প্রকল্পে। মিটিংয়েই বেরিয়েছে রফাসূত্র।