বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > JU Student Death: যাদবপুর কাণ্ডে জড়িত ১৩৬! বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্টে একাধিক সুপারিশ

JU Student Death: যাদবপুর কাণ্ডে জড়িত ১৩৬! বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্টে একাধিক সুপারিশ

যাদবপুর বিশ্ববিদ্যালয় (HT_PRINT)

ঘটনার পর একটি বিশ্ববিদ্যালয়ে একটি অভ্যান্তরীণ তদন্ত কমিটি তৈরি করা হয়। তারা তদন্ত করে প্রাথমিক ভাবে একটি রিপোর্ট জমা দেয়। পরে এই ৪৬ পাতার রিপোর্ট জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে তদন্তকারী কমিটি।

যাদরপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় প্রকাশ্যে এল বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্ট। এই রিপোর্টে বলা হয়েছে ছাত্র মৃত্যু ঘটনায় ১৩৬জন পড়ুয়ার যুক্ত থাকার প্রমাণ মিলেছে। ৪৬ পাতার তদন্ত কমিটির রিপোর্টে বেশ কিছু সুপারিশও করা হয়েছে। ১৩৬ জন পডুয়ার মধ্যে ৬ প্রাক্তন পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করার সুপারিশ করা হয়েছে ওই রিপোর্টে। পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয়ে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করার করা বলা হয়েছে ওই রিপোর্ট।

এ ছাড়া পাঁচজন পুড়য়াকে এই ছাত্র মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত থাকার জন্য চারটি সেমিস্টার বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া হস্টেল থেকেও তাদের পাকাপাকি ভাবে তাদের বহিষ্কারে কথা বলা হয়েছে।

১৩৬ জন পড়ুয়াদের মধ্যে ১১ জনকে দুটি সেমিস্টার থেকে বহিষ্কার এবং হস্টেল থেকে স্থায়ী ভাবে বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি। এ ছাড়া ১৫ জনকে একটি সেমিস্টার এবং হস্টেল থেকে চিরতরে বহিষ্কার করতে বলা হয়েছে। এছাড়া ৯৫ জনকে বিশ্ববিদ্যালয় হস্টেল থেকে বহিষ্কার এবং সতর্ক করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি।

যাবদপুর বিশ্ববিদ্যালয় সূত্র জানা গিয়েছে, ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক বসছে। সেই বৈঠকেই তদন্ত কমিটির সুপারিশ নিয়ে আলোচনা হবে। তার পরই ছাত্র মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িতে পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

(পড়তে পারেন। আরজিকরে নতুন অধ্যক্ষকে ঢুকতে বাধা পড়ুয়াদের, বৈঠকে কাটল জট)

(পড়তে পারেন। ছবিটাই বদলে যাবে! উত্তরবঙ্গে স্বাস্থ্যখাতে বিনিয়োগ এক হাজার কোটি)

প্রসঙ্গত, গত ৯ আগস্ট যাদপুরের মেন হস্টেল থেকে পড়ে মৃত্যু হয় এক প্রথমবর্ষের ছাত্রের। এই ঘটনায় র‌্যাগিংয়ের অভিযোগ ওঠে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে একজনের সম্প্রতি জামিন হয়েছে। ঘটনার পর একটি বিশ্ববিদ্যালয়ে একটি অভ্যান্তরীণ তদন্ত কমিটি তৈরি করা হয়। তারা তদন্ত করে প্রাথমিক ভাবে একটি রিপোর্ট জমা দেয়। পরে এই ৪৬ পাতার রিপোর্ট জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে তদন্তকারী কমিটি।

ঘটনার পর ইউজিসির প্রতিনিধিরাও বিশ্ববিদ্যালয়ে ঘুরে যায়। ক্যাম্পাস ও হস্টেল ঘুরে দেখার পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠকও করে। র‌্যাগিং রোধে বিশ্ববিদ্যালয়ের উদ্য়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করে। 

৩৩ জনের একটি র‌্যাগিং বিরোধী কমিটিও তৈরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই কমিটিতে যাদবপুর এবং বিধানর থানার ওসিকেও রাখা হয়েছে

বন্ধ করুন