বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Calcutta High Court: এসএসসি গ্রুপ ডি’র ১,৯১১ জনের চাকরি বাতিল, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Calcutta High Court: এসএসসি গ্রুপ ডি’র ১,৯১১ জনের চাকরি বাতিল, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

২০১৬ সালের গ্রুপ–ডি ওএমআর শিট দুর্নীতি মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে জানায়, গ্রুপ–ডিতে ২ হাজার ৮২০টি ওএমআর শিট বিকৃত করা হয়েছে। আর মূল্যায়নকারী সংস্থার সঙ্গে কমিশনের সার্ভারে থাকা নম্বরের কোনও মিল নেই। শুক্রবারের মধ্যেই চাকরি বাতিল করা হবে বলে মন্তব্য় করেছিল কলকাতা হাইকোর্ট।

এবার গ্রুপ–ডি পদে চাকরি গেল ১ হাজার ৯১১ জনের। এই মামলায় ১ হাজার ৯১১ জন চাকরি প্রাপকের সুপারিশপত্র প্রত্যাহার করার নির্দেশ দেন বিচারপতি। আর অবিলম্বে প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করতেও স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফলে ১ হাজার ৯১১ জনের সুপারিশ প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করল এসএসসি। আজ এই নিয়ে হলফনামা জমা দিতে হবে বলে নির্দেশ দেয় আদালত। হলফনামা জমা দেওয়ার ৫ মিনিটের মধ্যে তা আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। ১ হাজার ৯১১ জনকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআইকে বলেও নির্দেশ দেন বিচারপতি।

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বহুদিন ধরে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এখানে বেনিয়মের অভিযোগ উঠেছে। স্কুল সার্ভিস কমিশনের গাফিলতিকেই দায়ী করা হচ্ছে। বৃহস্পতিবার এসএসসি গ্রুপ–ডি কর্মী নিয়োগের মামলায় চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি এদিন বলেন, ‘আমার বিশ্বাস বেআইনিভাবে দুর্নীতি করে এই প্রার্থীদের সুপারিশ করা হয়েছিল।’‌ শুক্রবারের মধ্যেই চাকরি বাতিল করা হবে বলে মন্তব্য় করেছিল কলকাতা হাইকোর্ট। সেইমতো আজ চাকরি বাতিল করা হল।

এদিকে এদিনই ২০১৬ সালের গ্রুপ–ডি ওএমআর শিট দুর্নীতি মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে জানায়, গ্রুপ–ডিতে ২ হাজার ৮২০টি ওএমআর শিট বিকৃত করা হয়েছে। আর মূল্যায়নকারী সংস্থার সঙ্গে কমিশনের সার্ভারে থাকা নম্বরের কোনও মিল নেই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‌শুক্রবারের মধ্যেই এই ২ হাজার ৮২০ জনের চাকরি বাতিল করা হবে। এই ২ হাজার ৮২০ জনের বিস্তারিত তালিকা তৈরি করতে হবে কমিশনকে। শুক্রবার দুপুর ১২টার মধ্য়ে কমিশনকে হলফনামা জমা দিতে হবে।’‌

অন্যদিকে আজ, শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতে স্বীকার করে নেন, ১,৯১১ জন গ্ৰুপ–ডি প্রার্থীকে বেনিয়মে নিয়োগ করা হয়েছিল। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, তখন এসএসসি’‌র চেয়ারম্যান কে ছিলেন?‌ এসএসসি’‌র আইনজীবী জানান, সুবীরেশ ভট্টাচার্য। আর স্কুল সার্ভিস কমিশন তথ্য যাচাই করে আদালতে হলফনামা দিয়ে স্বীকার করে, ওই সব প্রার্থীর উত্তরপত্রে কারচুপি করে চাকরির সুপারিশপত্র দেওয়া হয়েছিল। আর তখনই মধ্যশিক্ষা পর্ষদকে ওই প্রার্থীদের আইন মেনে অবিলম্বে চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এতদিন তাঁরা যে বেতন পেয়েছেন, সেটাও ফিরত দিতে হবে। ধাপে ধাপে সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ মার্চ আবার এই মামলার শুনানি রয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

ক'দিন আগেই ঘটে বিপত্তি, পুজোর আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে এবার মিলল বড় আপডেট গণেশ বিসর্জনের সময়ে হাঁটু গেড়ে বসে ‘প্রণাম’ ষাঁড়ের! ভিডিয়োটি দেখলে চমকে যাবেন অশোক চক্রের বদলে আরবিতে লেখা কলমা! তিরঙ্গার অপমানে ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ '৩৬ বছরের বড় ভাইজানের সঙ্গে...' দাবাং ৩ প্রসঙ্গে কী জানালেন সাই মঞ্জেরেকর কথা-গীতার হাড্ডাহাড্ডি লড়াইয়ে TRP তালিকায় টপার হল কে? সেরা ৫-এই বা জায়গা পেল ১২৪ মিটারের দৈত্যাকার ছক্কা প্যারিসের, রাসেলের তাণ্ডবে দাপুটে জয় নাইট রাইডার্সের স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান তুলে দেওয়ার 'ছক'? চরমে জল্পনা মৌসুনি দ্বীপে রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফাটল একের পর এক গ্যাস সিলিন্ডার আরজি কর কাণ্ডে আরও অস্বস্তিতে শাসকদল, তৃণমূল বিধায়ককে তলব কেন্দ্রীয় সংস্থার পয়েন্ট নষ্টের খেসারত! ACL2-তে কত নম্বরে থাকল মোহনবাগান? রইল পুরো পয়েন্ট তালিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.