বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Justice Amrita Sinha's Husband: কণ্ঠস্বরের নমুনা দিতে আদালতে গেলেন না বিচারপতি সিনহার স্বামী, করলেন পালটা আবেদন

Justice Amrita Sinha's Husband: কণ্ঠস্বরের নমুনা দিতে আদালতে গেলেন না বিচারপতি সিনহার স্বামী, করলেন পালটা আবেদন

বিচারপতি অমৃতা সিনহা।

সম্প্রতি একটি মামলায় বিচারপতি সিনহার স্বামীকে তলব করেছিল সিআইডি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় নিজের প্রভাব খাটিয়ে হুমকি দিয়েছেন তিনি। অবশ্য মামলায় সাক্ষী হিসেবেই তলব করা হয়েছিল প্রতাপচন্দ্রকে।

মঙ্গলবার বিধাননগরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরা দিয়ে নিজের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা ছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের স্বামী প্রতাপচন্দ্র দে-র। তবে তিনি আদালতে হাজির হননি মঙ্গলবার। এই আবহে প্রতাপচন্দ্র পালটা আবেদন জানিয়েছেন আদালতে। তাঁর বক্তব্য, এই মামলায় তাঁর বক্তব্য না শুনেই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার রায় দেওয়া হয়েছিল। এই আবহে তিনি কণ্ঠস্বরের নমুনা দিতে অস্বীকার করছেন। প্রতাপচন্দ্র দে-র আবেদনের প্রেক্ষিতে আদালতে শুনানি হলেও রায়দান স্থগিত রাখা হয়েছে অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে। (আরও পড়ুন: নাবালক ভাইয়ের সাথেই 'যৌন সম্পর্ক'! বছর ১২-র নাবালিকার গর্ভপাতে 'না' হাই কোর্টের)

উল্লেখ্য, এর আগে বিচারপতি সিনহার স্বামীর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার আর্জি জানিয়ে আদালতে আবেদন জানিয়েছিল সিআইডি। সেই আবেদনের প্রেক্ষিতেই বিধাননগরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত নির্দেশ দিয়েছিল, মঙ্গলবার কণ্ঠস্বরের নমুনা দিতে আদালতে হাজির হতে হবে প্রতাপচন্দ্র দে-কে। সেই মর্মে নোটিশ গিয়েছিল বিচারপতি সিনহার স্বামীর কাছে। তবে নোটিশে সাড়া দিয়ে মঙ্গলে আদালতে হাজির হননি আইনজীবী প্রতাপচন্দ্র দে। পরিবর্তে নিজের আইনজীবী তাপস মুখোপাধ্যায়ের মাধ্যমে বিধাননগরের আদালতে একটি লিখিত পিটিশন দাখিল করেন প্রতাপচন্দ্র। এর আগে বিচারপতির স্বামীকে ফোন জমা করতে বলেছিল সিআইডি। তবে তিনি ফোনও জমা করেননি।

এর আগে সিআইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং কেন্দ্রীয় আইনমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপচন্দ্র দে। প্রসঙ্গত, সম্প্রতি একটি মামলায় বিচারপতি সিনহার স্বামীকে তলব করেছিল সিআইডি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় নিজের প্রভাব খাটিয়ে হুমকি দিয়েছেন তিনি। অবশ্য মামলায় সাক্ষী হিসেবেই তলব করা হয়েছিল প্রতাপচন্দ্রকে। তবে তাঁর অভিযোগ, সিআইডি সেই জিজ্ঞাসাবাদে শুধুই তাঁর বিচারপতি স্ত্রীর নামে বয়ান লেখানোর জন্য চাপ দিয়েছে। উল্লেখ্য, তাঁর স্ত্রী বিচারপতি অমৃতা সিনহার এজলাসে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলছে।

এই আবহে আগেই প্রতাপচন্দ্র দে অভিযোগ করেছেন, যে মামলায় তাঁকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, তা নিয়ে কোনও প্রশ্ন করা হয়নি। উলটে বিচারপতি অমৃতা সিনহার বিষয়ে নানা তথ্য জানার চেষ্টা করেন সিআইডি অফিসাররা। আর প্রতাপচন্দ্র যাতে স্ত্রীর বিরুদ্ধে সাজানো বয়ান দেন, তার জন্য তাঁকে কুকথা এবং মানসিক চাপও দেওয়া হয়েছে। তাঁর আরও অভিযোগ ছিল, তাঁকে টাকা, বাড়ি, গাড়ির টোপ দেওয়া হয়েছে। এছাড়াও তাঁর অভিযোগ, তাঁর পরিবারের চরম সর্বনাশের হুমকি দিয়েছেন তদন্তকারী অফিসাররা। জিজ্ঞাসাবাদের অজুহাতে রাত ১১টা পর্যন্ত তাঁকে আটকে রাখা হয়েছিল। ভুয়ো মামলায় তাঁকে গ্রেফতার করা হবে বলেও নাকি হুমকি দিয়েছে সিআইডি। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশেই তলব করা হয়েছিল প্রতাপচন্দ্রকে। সল্টলেকের একটি বাড়ি নিয়ে পরিবারের মধ্যে গোলমাল সংক্রান্ত মামলায় এই তলব করা হয়েছিল তাঁকে।

 

বাংলার মুখ খবর

Latest News

চঞ্চল তুলির টানে অপরূপা লগ্নজিতা, মুগ্ধ গায়িকা লিখলেন, ‘জীবনে অনেক পেয়েছি…’ অদ্ভুত অ্যাপার্টমেন্ট! বসার ঘরে রয়েছে জেল, এক মাসের ভাড়া জানলে চোখ উঠবে রয় খুবই ধূর্ত প্লেয়ার- প্রাক্তন ছাত্রকে নিয়ে চিন্তা থাকলেও, আত্মবিশ্বাসী হাবাস কলকাতায় ৪২ ডিগ্রির কাউন্টডাউন শুরু? রবিতে বৃষ্টি কোথায়? রইল আবহাওয়ার খবর মহিলারা কি গর্ভাবস্থায় অ্যালকোহল পান করতে পারেন? কী বলছে গবেষণা রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? সাবধান, আবারও জেগেছে খুনি গেম 'ব্লু হোয়েল'! প্রাণ নিল এক ভারতীয় ছাত্রের জমি খুঁড়তে গিয়ে বেরিয়ে এল অমূল্য ধন, খোঁজ মিলল ৪০০ বছরের পুরনো বিষ্ণু মূর্তির হরিয়ানায় ৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, হেভিওয়েট নেতারা লড়বেন ভোটে ঘোর বৈশাখেই বর্ষার প্রস্তুতি শুরু কলকাতা পুরসভার, আগের ভুল থেকে শিক্ষা

Latest IPL News

রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.