রেশন দুর্নীতি মামলায় তিনি দীর্ঘদিন ধরে জেলবন্দি। এই অবস্থা তাঁকে মন্ত্রীত্ব থেকে অব্যাহতি দেওয়া হল। রাজভবন সূত্র খবর, তাঁকে দুটি দফতর থেকেই সরিয়ে দেওয়া হয়েছে। ওই দফতর দুটি ভাগ করে দেওয়া হয়েছে মন্ত্রী পার্থ ভৌমিক ও বীরবাহা হাঁসদাকে।
গত বছর অক্টোবর রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয়। জেলে যাওয়ার সাড়ে তিন মাস পর তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই পার্থ ভৌমিককে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রি-কনস্ট্রাকশনের অর্থাৎ শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। অন্য দিকে বীরবাহা হাঁসদার হাতে দেওয়া হল স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বনদফতরের দায়িত্ব।
শুক্রবার রাজভবনের থেকে জানানো হয়েছে, সংবিধানের ১৬৬ (৩ ) অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল জ্যোতিপ্রিয় মল্লিককে রাজ্যের বন দফতর এবং শিল্পোদ্যোগ ও শিল্প পুনর্গঠনের দফতরের দায়িত্ব থেকে ‘অব্যাহতি’ দিচ্ছেন। জানা গিয়েছে, শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ফোনে রাজ্যপালের এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। তারপরেই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল।
পড়ুন । জমিদারি হটাও, বাংলা বাঁচাও’, লোকসভা নির্বাচনের স্লোগান বেঁধে দিলেন অভিষেক
পড়ুন। ‘আর অপেক্ষা নয়, এখনই বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামুন’, নির্দেশ দিলেন অভিষেক
তবে এই সিদ্ধান্ত নিয়ে তৃণমূলের অন্দরে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। একাংশের মতে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আবার একাংশের মতে শুধু দফতরের হাতবদল। মন্ত্রিসভা থেকে তাঁকে এখনও সরানো হয়নি।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার হওয়ার পাঁচ দিনের মাথায় সরিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে প্রায় সাড়ে তিন মাস পর দায়িত্ব থেকে সরানো হল জ্যোতিপ্রিয়কে।
স্বনির্ভর এবং স্বনিযুক্তি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলেন বীরবাহা তার সঙ্গে বনদফতরও দেখতে হবে তাঁকে। অন্য দিকে পার্থ ভৌমিকের হাতে ছিল সেচ ও জলপরিবহণ দফতর। বার জ্যোতিপ্রিয়ের হাতে থাকা শিল্পোদ্যোগ এবং শিল্প পুনর্গঠন দফতরও তাঁকে দেখতে হবে।
রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে ইডি।
পড়ুন। বাংলার ৭৪৩ জন এলডিএ কর্মীর পদোন্নতি হতে চলেছে, আরও নিয়োগ সরকারি দফতরে