গার্ডেনরিচ কাণ্ডের পরও কলকাতায় একাধিক জায়গায় বিল্ডিংয়ের অংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। শহরবাসীর কাছে এখন এটা একটা আতঙ্কে পরিণত হয়েছে। এই আবহে এবার বড় পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা। বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর হতে চলেছে পুরসভা। রিপোর্ট অনুযায়ী, এবার থেকে এক কাঠা জমির ওপরে বাড়ি তুললেও বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেবে পুরসভা। এর আগে এক-দেড় কাঠার ছোট জমিতে কোনও নির্মাণের প্ল্যানে অনুমোদনের বালাই ছিল না। (আরও পড়ুন: হবে পুরনো নজিরের পুনরাবৃত্তি, শুরু ভিক্টোরিয়া মেট্রো স্টেশন তৈরির তোড়জোড়)
আরও পড়ুন: রাজ্যের স্থায়ী শিক্ষকদের সমান বেতন চুক্তিভিত্তিকদের, বড় আপডেট দিল সরকার
আরও পড়ুন: এই সপ্তাহে ৫ দিন বন্ধ ব্যাঙ্ক! পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কি পাবেন লম্বা ছুটি?
সম্প্রতি গার্ডেনরিচে বাড়ি ধসে পড়ার ঘটনা গোটা দেশে চর্চার ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। খোদ মেয়রের নির্বাচনী ক্ষেত্রে এমনটা ঘটায় রাজনৈতিক তরজা শুরু হয়েছিল। উঠেছিল নানান অভিযোগ। এই পরিস্থিতিতে বেআইনি নির্মাণ রোধে কড়া পদক্ষেপের পথে হাঁটল পুরসভা। এই নিয়ে ফিরহাদ হাকিম বলেন, 'এবার থেকে এক কাঠা জমিতেও বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেবে কলকাতা পুরসভা। যতটুকু জমি, তা বুঝে ছাড় দিয়ে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট দেখে নিয়ে অনুমোদন দেওয়া হবে নির্মাণের।' অবশ্য ছোট জমিতে কেউ কিছু নির্মাণ করলে তা বেশিরভাগ ক্ষেত্রেই কোনও গরিব মানুষের ঘর হতে পারে। সেই ক্ষেত্রে অনুমোদন ফি খুব যৎসমান্য নেওয়া হবে বলে জানান মেয়র। তবে ফিরহাদের কড়া বার্তা, গরিব মানুষ অজুহাতে আর কলকাকায় একটাও বেআইনি নির্মাণ করতে দেওয়া হবে না। (আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের ডিএ পাচ্ছে 'ভূত'! লাখ লাখ টাকার দুর্নীতিতে নজরে ১৩৭ জন)
আরও পড়ুন: নয়া নির্দেশিকা অর্থ দফতরের, নিয়মের বেড়াজালে 'লোকসান' হবে বাংলার সরকারি কর্মীদের
আরও পড়ুন: 'SC-ST, সংখ্যালঘুদের মধ্যে পুনর্বণ্টন করা হবে দেশের সম্পদ', প্রতিশ্রুতি রাহুলের
প্রসঙ্গত, ক'দিন আগেই গার্ডেনরিচে বিল্ডিং ধসে পড়ে। সেই ঘটনার পরপরই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। বেআইনি বিল্ডিং নিয়ে আধিকরিকদের নোটিশ ধরানো হয়েছিল। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল গার্ডেনরিচেরই এক আশ্চর্য বাড়ির ছবি। 'সরু বাড়ি' নামে ডাকা হচ্ছে এটিকে। এই বাড়িটি গার্ডেনরিচের আজহার মোল্লা বাগান এলাকায় অবস্থিত বলে জানা গিয়েছে। এর কিছু দূরেই কয়েকদিন আগে ভেঙে পড়েছিল পাঁচতলা উঁচু বেআইনি নির্মাণ। যার জেরে পাশের বসতির বহু লোকের প্রাণ গিয়েছিল। এত শরু না হলেও এই ধরনের ঘিঞ্জি এলাকায় ছোট্ট প্লটে বহুতল বাড়ি শহরে আছে বিস্তর। গার্ডেনরিচের এই ভাইরাল হওয়া সরু বাড়িটি দু'টি বহুতলের মাঝে থাকা ৪ ফুটের মধ্যে গড়ে উঠেছে। তবে রিপোর্ট অনুযায়ী, সেই সরু বাড়ির মালিকানা তো দূর, পুরসভার বিল্ডিং দফতর এটাও জানত না যে বাড়ির ঠিকানা কোথায়। এই ধরনের বেআইনি নির্মাণ রুখতেই এবার কড়া পদক্ষেপের পথে হাঁটল পুরসভা।