গার্ডেনরিচে ভয়াবহ দুর্ঘটনার পরে বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুরসভা। অভিযোগ উঠেছে, ওই এলাকাতে আরও বহু বেআইনি নির্মাণ গজিয়ে উড়ছে। রবিবার বহুতল বিপর্যয়ের পরেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। এবার দুর্ঘটনাস্থলের আশেপাশের বাড়ির কী অবস্থা রয়েছে তা জানার জন্য স্বাস্থ্য পরীক্ষা করতে চলেছে কলকাতা পুরসভা। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের ভেঙে পড়া বহুতলের আশেপাশের একাধিক বাড়ি পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলি পরীক্ষা করার পর সংশ্লিষ্ট আধিকারিকরা কলকাতা পুরসভায় রিপোর্ট জমা দেবেন।
আরও পড়ুনঃ গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় ৩ ইঞ্জিনিয়ারকে শো কজ করল কলকাতা পুরসভা
রবিবার রাতে গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার পরে অভিযোগ উঠেছিল আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে অনেক বাড়িই পুরোপুরি আবার আংশিক বেআইনিভাবে নির্মাণ করেছিলেন প্রোমোটার। এরকম ৬টি বাড়ি চিহ্নিত করা হয়েছে যেগুলি ওই বহুতল বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গিয়েছে, সোমবার রাতে ওই ৬টি বাড়িতে নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই সেগুলি পরীক্ষা করার কাজ শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে ৫ তলার একটি বাড়ি বিপর্যয়ের পরে একদিকে হেলে পড়েছে। সে বিষয়টি নজরে আসতে খোঁজখবর শুরু করেছেন পুরসভার আধিকারিকরা। এদিকে, এই বাড়িগুলিতে যাতে কোনও বিপর্যয় না ঘটে তার জন্য সেগুলি পরীক্ষা করার পর আগামী ২১ মার্চ শুনানি করবে কলকাতা পুরসভা। তারপরে বাড়িগুলি ভেঙে ফেলা হবে নাকি রেখে দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এদিকে, এরইমধ্যে গার্ডেনরিচে বেআইনি নির্মাণ ভেঙে পড়ার ঘটনায় কড়া পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। ১৫ নম্বর বরো এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শো-কজ করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের কাছে জবাব চেয়ে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, সোমবার পুরসভার বিল্ডিং বিভাগের ডিজির সঙ্গে বৈঠক করে গার্ডেনরিচ এলাকায় থাকা বেআইনি নির্মাণগুলি নিয়ে পদক্ষেপ করতে বলেছেন। এবিষয়ে যাবতীয় পদক্ষেপ করতে বলেছেন মেয়র। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিপর্যয়ের পরেই ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার জন্য দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।