শহরের নানা জায়গায় ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা তৈরির কাজ চলছে। তাতে রাস্তা খুঁড়তে হচ্ছে। এখন বর্ষা থাকায় রাস্তায় জল জমে যাচ্ছে। খোঁড়াখুঁড়ির জেরেই এই জল জমার সমস্যা দেখা দিয়েছে বলে এলাকাবাসীর দাবি। বহুদিন ধরে চলছে এই কাজগুলি। আর তা নিয়ে ওই অঞ্চলগুলির বাসিন্দাদের অভিযোগের শেষ নেই। এমনকী কাজের পর রাস্তা সংস্কার না হওয়ার অভিযোগ রয়েছে কলকাতা পুরসভার বিরুদ্ধে। এই কারণে জল জমা নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে কেইআইআইপি’র কাজ নিয়ে রিভিউ বৈঠক করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
ঠিক কী পদক্ষেপ করলেন মেয়র? এই বৈঠকেই মেয়রের কাছে বিস্তর অভিযোগ এসেছে বলে অফিসারদের জানান তিনি। আর বৈঠকের পর কাউন্সিলরদের মেয়র দিলেন হোমটাস্ক। এবার কাজ চলছে এমন অঞ্চলের কোথায় কোথায় রাস্তা খারাপ, জল জমার সমস্যা কিংবা অন্য কোনও সমস্যা আছে সেটার ছবি–সহ রিপোর্ট তলব করলেন মেয়র ফিরহাদ হাকিম। এটাই কাউন্সিলরদের কাছে এখন হোমটাস্ক। আজ, শনিবার আবার কেইআইআইপি’র রিভিউ বৈঠক ডাকা হয়েছে। সেখানে ‘কেস টু কেস’ বিচার করে সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। যাতে সমাধান করা যায়।
মেয়রের অসন্তোষের কারণ কী? এবার কেইআইআইপি প্রকল্পের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম বলে সূত্রের খবর। কয়েকদিন আগে গড়িয়া ব্রহ্মপুরের ১০১ নম্বর ওয়ার্ডের প্রগতি সংঘ অঞ্চল থেকে জমা জলের সমস্যা নিয়ে এক বাসিন্দা মেয়রকে ফোন করেছিলেন। তখন পাম্প বসিয়ে জল নামানো হয়েছিল। এবার সেখান থেকে আবার ফোন আসে। আর কলকাতা পুরসভার বিরুদ্ধে অভিযোগ করা হয়। ফোনে এক বাসিন্দা অভিযোগ করেন, ‘একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে। আর আপনার অফিসাররা কথা শোনেন না। সাধারণ মানুষের কথা ভাবেন না।’ আর তা শুনেই অসন্তোষ প্রকাশ করেন মেয়র।
আরও পড়ুন: মমতা–কেজরিওয়াল সাক্ষাৎ নিয়ে সরগরম নয়াদিল্লি, কোন কথা বলতে চেয়ে দেখা?
তারপর ঠিক কী ঘটল? এই অভিযোগ শুনেই মেয়র অফিসারদের কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি এসব নিয়ে বিড়ম্বনার মধ্যে পড়ে যাই।’ এরপর সোনারপুর পুরসভা এবং কলকাতা পুরসভার অফিসারদের যৌথ টিম সংশ্লিষ্ট অঞ্চল পরিদর্শন করবে বলে নির্দেশ দেন মেয়র। গড়িয়া, ব্রহ্মপুর, বেহালা, জোকা এবং ঠাকুরপুকুরের বিস্তীর্ণ অঞ্চলে কেইআইআইপি প্রকল্পের কাজ চলছে। ওই অঞ্চলের তিনটি বরোর কাউন্সিলারদের আজকের রিভিউ বৈঠকে ডাকা হয়েছে। তাঁদের ওয়ার্ডে কোথায় কী সমস্যা রয়েছে, সেগুলি ছবি–সহ নিয়ে আসতে নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।