বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Gardenreach illegal constructin: গার্ডেনরিচে হেলে পড়া বাড়ির অংশ ভেঙে ফেলতে চায় পুরসভা, মালিককে পাঠাল নোটিশ

Gardenreach illegal constructin: গার্ডেনরিচে হেলে পড়া বাড়ির অংশ ভেঙে ফেলতে চায় পুরসভা, মালিককে পাঠাল নোটিশ

গার্ডেনরিচে ভেঙে পড়া বহুতল। (ফাইল ছবি সৌজন্যে রয়টার্স)

আগামী ২৮ মার্চ ওই বাড়ি পরিদর্শন করবেন পুরসভার ইঞ্জিনিয়াররা। বাড়ি প্রদর্শন করে তারা খতিয়ে দেখবেন। এরপর তারা ঠিক করবেন বাড়িটির কোন অংশ ভাঙা হবে। কলকাতা পুরসভা সূত্রের খবর, এর আগে ওই বাড়িটি নিয়ে শুনানির জন্য নোটিশ পাঠিয়েছিল কলকাতা পুরসভা। 

ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল গার্ডেনরিচে। বহুতল ভেঙে পড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। গার্ডেনরিচের আজহারমোল্লা বাগানে বেআইনিভাবে তৈরি হচ্ছিল ওই বহুতলটি।  যদিও কলকাতায় বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ রয়েছে ভুরি ভুরি। তবে বেআইনি নির্মাণের ফলে এত বড় দুর্ঘটনা এর আগে কোনওদিন ঘটেনি কলকাতায়। ফলে বেআইনি নির্মাণের ফলে ফলে যে কি মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল এই দুর্ঘটনা। তারপরেই বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুরসভা। এই দুর্ঘটনার পরেই পার্শ্ববতী এলাকায় একটি বহুতল হেলে পড়ার ছবি প্রকাশ্যে এসেছিল। এবার সেই বাড়ির মালিককে নোটিশ পাঠাল কলকাতা পুরসভা। গার্ডেনরিচের পাহাড়পুর রোডে অবস্থিত ওই বাড়িটির বিপজ্জনক অংশ ভেঙে ফেলতে হবে বলে পুরসভার নোটিশে জানানো হয়েছে। 

আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গার্ডেনরিচের 'সরু বাড়ি' কার? এখনও জানে না কলকাতা পুরসভা!

পুরসভা সূত্র জানা গিয়েছে, আগামী ২৮ মার্চ ওই বাড়ি পরিদর্শন করবেন পুরসভার ইঞ্জিনিয়াররা। বাড়ি প্রদর্শন করে তারা খতিয়ে দেখবেন। এরপর তারা ঠিক করবেন বাড়িটির কোন অংশ ভাঙা হবে। কলকাতা পুরসভা সূত্রের খবর, এর আগে ওই বাড়িটি নিয়ে শুনানির জন্য নোটিশ পাঠিয়েছিল কলকাতা পুরসভা। সেটি ২০২৩ সালে জুলাই মাসে। সেই সময় শুনানি শেষ হয়ে যায়। তবে গার্ডেনরিচকাণ্ডের পর আবার নড়েচড়ে বসে কলকাতা পুরসভা। এরপরেই ওই বাড়ির মালিককে নোটিশ পাঠানো হল। জানা গিয়েছে জে ৪৭৪ নম্বরের ওই বাড়ির মালিকের নাম রাজকুমার সিংহ। তাকে বাড়ির বিপদজনক অংশ ভেঙে ফেলার জন্য নোটিশ পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গার্ডেনরিচে বাড়ি ভেঙে পড়ার পর নজর আসে পাহাড়পুর রোডের ওই বাড়িটির উপর। একটি ছবিতে দেখা গিয়েছে একটি বাড়ির উপরের অংশ পাশের বাড়ির সঙ্গে ঠেকে গিয়েছে। শুধু তা নয়, এর ফলে পাশের বাড়ির জানালাও ভেঙে গিয়েছে। দুটি বাড়ির ঠেকে গিয়েছে তা স্পষ্ট দেখা যাচ্ছে ছবিতে। শনিবার ওই বাড়ির মালিককে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা।

প্রসঙ্গত, গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ফলেও আশেপাশের বেশকয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বাড়িগুলিও পরীক্ষা করবে কলকাতা পুরসভা। উল্লেখ্য, এর আগে ওই জায়গায় একটি জলাশয় ছিল। সেই জলাশয়টি বুজিয়ে বহুতল নির্মাণ করা হচ্ছিল। সেক্ষেত্রে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার অভিযোগ ওঠে।

বাংলার মুখ খবর

Latest News

‘আমাদের আন্দোলনকে অসম্মান করা…কথাগুলো কষ্টের’, মমতার ‘উৎসব’ বার্তায় হতাশ কিঞ্জল বাপ্পার পছন্দের মোদক নয়, বাংলায় গণেশের জন্য বানানো হল ৫০০ কিলোর লাড্ডু! মাওবাদী নিধন অভিযানে শাহের দেওয়া ডেডলাইনে বাকি ১৮ মাস! ৪ হাজার ট্রুপ ছত্তিশগড়ে বাড়িতে মাছ মাংস খাচ্ছেন না? উৎসবে ফেরা নিয়ে মমতার কথায় বড় সাফাই দেবাংশুর ১টি সেঞ্চুরি ও ৭টি অর্ধশতরান, দলীপ ট্রফির প্রথম রাউন্ডে চমক দিলেন কারা? রাধাষ্টমীর পুজো ছাড়া জন্মাষ্টমীর ব্রত অপূর্ণ, মনস্কামনা পূর্তির জন্য করুন এই কাজ রায় নয়, সঞ্জয় রাই; RG করের অভিযুক্ত আদতে বিহারের লোক, দাবি মমতার, ‘হাওড়ারও…’ সৌমিতৃষার জীবনে নামছে ‘কালরাত্রি’! পুজোর আগেই নতুন ইনিংস শুরু মিঠাইরানির আইআইটি গুয়াহাটির হস্টেল থেকে মিলল ছাত্রের দেহ, এক বছরে চারবার একই ঘটনা এসডি বর্মনের গানে সুরের খেলায় সারেগামাপা মাতাল ঐশি, মুগ্ধ হয়ে জাপটে ধরলেন ইমন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.