মাটির তলা দিয়ে টানেল করতে বড় কাজ হাতে নিতে চলেছে কলকাতা পুরসভা। বাজার থেকে তহবিল সংগ্রহের জন্য প্রায় ৫০০ কোটি টাকার আর্থিক বন্ড ছাড়ার কথা ভাবছে কলকাতা পুরসভা। মূলত বার বার না খুঁড়ে একটা স্থায়ী টানেল ব্যবস্থা তৈরির জন্য় উদ্যোগী হচ্ছে কলকাতা পুরসভা। এমনটাই জানিয়েছেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তবে বাজারে বন্ড ছেড়ে টাকা সংগ্রহের কথা ভাবছে পুরসভা।
বেশ কিছু রাস্তার নীচে দিয়ে এই টানেল তৈরি হবে। তবে এখনও বিস্তারিতভাবে তার তালিকা প্রকাশ করা হয়নি। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, চিত্তরঞ্জন অ্য়াভিনিউ, এজেসি বোস রোড, আশুতোষ মুখার্জি রোড, শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায় রোড, আলিপুর রোড, গড়িয়াহাট রোড সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ভূগর্ভস্থ টানেল করা হবে। খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে।
মেয়র জানিয়েছেন, এই বন্ডের মাধ্য়মে তহবিল সংগ্রহ করা গেলে নিকাশির কাজ করার পাশাপাশি কয়েকটি রাস্তায় কংক্রিটের কাজও করা হবে।
তবে বন্ড ছাড়া বললেই ছাড়া নয়।এজন্য প্রয়োজনীয় অনুমতি দরকার। সূত্রের খবর এর আগে ২০০২ সালে বন্ড ছেড়ে ৫০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। সেই ঋণ শোধও করা হয়েছে। ফের অর্থ সংগ্রহের বিশেষ উদ্যোগ।
এদিকে বর্ষা এলেই প্রতি বছর জল জমে কলকাতায়। বিভিন্ন রাস্তায় জল জমে থাকে দিনের পর দিন। ভারী বৃষ্টি হলে তো কথাই নেই। এক হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হয়। গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। বহু মানুষ সমস্যায় পড়ে যান। কলকাতার নিকাশি ব্যবস্থাকে উন্নত করার জন্য় বার বারই চেষ্টা করেছে পুরসভা। কিন্তু এখনও জল জমে শহরের বিভিন্ন প্রান্তে। তবে এবার টানেল তৈরিতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে পুরসভা। সেটা দিয়েই মাটির তলায় যাবতীয় কাজ করা হবে।
তবে বিরাট কাজের জন্য় প্রচুর অর্থেরও প্রয়োজন। সেকারণে সব দিক থেকে যাবতীয় আটঘাঁট বেঁধেই ময়দানে নামছে কলকাতা পুরসভা। বিশেষজ্ঞদের মতে, কলকাতার নিকাশি ব্যবস্থাকে উন্নত করার জন্য একটা স্থায়ী সমাধান করা দরকার। সেই পরিকল্পনাটা বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গেই টানেল তৈরির কথাও ভাবা হচ্ছে।