Kolkata Metro: ১৭৫ দিন পর ফের চালু কলকাতা মেট্রো, প্রথমদিনের অভিজ্ঞতা কেমন দেখুন
Updated: 14 Sep 2020, 01:29 PM IST- সবার জন্য চালু হল মেট্রো পরিষেবা। প্রথম দিনের অভিজ্ঞতা কেমন দেখে নিন HT Bangla–র এই ভিডিও–তে। জেনে রাখা ভাল, সোমবার থেকে শনিবার সকাল ৮টা থেকে উভয় রুট থেকেই মিলবে মেট্রো। শেষ ট্রেন ছাড়বে সন্ধে ৭টায়। বগি প্রতি ৫০ জন যাত্রী নিয়ে ছুটবে মেট্রো। হুড়োহুড়ি রুখতে প্রতিটি স্টেশনে দাঁড়াবে ৩০ সেকেন্ড। টোকেন চলবে না। ই–পাশ ও স্মার্ট কার্ড চলবে।