রাতের বেলায় বিশেষ সাফাই অভিযান চালাবে কলকাতা পুরসভা। শহরের প্রধান বাণিজ্যিক অঞ্চলগুলিতে এবং অন্যান্য এলাকায় যেখানে প্রচুর পরিমাণে ক্যাফে এবং রেস্তরাঁ রয়েছে মূলত সেই সমস্ত জায়গায় রাতে এই সাফাই অভিযান চালু করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এই বিশেষ পরিষেবা চালু করার আগে, হোটেল, রেস্তরাঁ এবং ক্যাফেগুলির পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির মালিকদের একটি স্বঘোষিত ফর্ম জমা দিতে বলা হয়েছে। কী কী ধরনের বর্জ্য জমা হয় এবং কতটা পরিমাণ বর্জ্য জমা হয় তা পুরসভাকে জানাতে হবে। এই বর্জ্য পরিষ্কার করার জন্য পুরসভা অতিরিক্ত ফি নেবে বলে জানা গিয়েছে।
পুরসভা সূত্রের খবর, বর্জ্যের উপর নির্ভর করে ফি নেওয়া হবে। বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলিকে পুরসভা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে তালিকাভুক্ত করবে। মেয়র পারিষদ দেবব্রত মজুমদার জানান, রাসবিহারি অ্যাভিনিউ, ল্যান্সডাউন, গড়িয়াহাট এবং হিন্দুস্থান পার্কে প্রচুর ক্যাফে ও রেস্তরাঁ রয়েছে। ফলে সেখানে বেশি বর্জ্য জমা হচ্ছে। সেই কথা মাথায় রেখে এই এলাকায় রাতে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য অভিযান চালানো হবে। প্রতিদিন উৎপন্ন বর্জ্যের বিবরণ মালিকদের দিতে হবে। এই সমস্ত বর্জ্য ধাপায় নিয়ে যাওয়া বলে পুরসভার এক আধিকারিক জানিয়েছেন।
অন্যদিকে, বর্জ্য সাফাই করার ফি বেশি বলেই দাবি করেছেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি সুদেশ পোদ্দার। তিনি জানান, বর্জ্য পরিষ্কার করার জন্য ফি ৩০–৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৮০ শতাংশ করা হয়েছে। এর বিরুদ্ধে পুরসভার কাছে আবেদন করা হবে বলে তিনি জানিয়েছেন। তিনি জানান, দীর্ঘ অতিমারির কারণে তাদের ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পুনরায় তাদের ব্যবসা ঘুরে দাঁড়াচ্ছে। তাই ফি বেশি হলে তারা সমস্যায় পড়বেন। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, পরিচ্ছন্নতা পরিষেবাকে আরও উন্নত জন্য তহবিলের প্রয়োজন রয়েছে। তাই এর জন্য ফি নেবে কলকাতা পুরসভা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup