লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটাকে অজানা ফাইল ডাউনলোডের ঘটনার তদন্তে বড় ধাক্কা খেল কলকাতা পুলিশ। নিম্ন আদালতের নির্দেশকে অন্তরালে পাঠিয়ে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন, এব্যাপারে আর কোনও চিঠিচাপাটি করার দরকার নেই কলকাতা পুলিশের। বৃহস্পতিবার সকালেই এব্যাপারে আপত্তি জানিয়ে বিচারপতি সিনহার বেঞ্চে আবেদন জানিয়েছিল ED.
এদিন আদালতে ইডি বলে, কুন্তলের চিঠি মামলার তদন্তভার ইডিকে দিয়েছিল হাইকোর্ট। কিন্তু নিম্ন আদালতের বিচারক কলকাতা পুলিশ ও ইডিকে একসঙ্গে তদন্ত করতে বলেছে। তার পর ইডির তরফে কলকাতা পুলিশ ও আদালতকে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়েছে। আদালত ওই ১৬টি ফাইল তদন্তে ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে। তার পরও নানা ভাবে চিঠি পাঠিয়ে ইডি আধিকারিকদের হেনস্থা করে চলেছে কলকাতা পুলিশের সাইবার শাখা। যার জেরে গত প্রায় ৩ সপ্তাহে কোনও তদন্তের কাজ করতে পারেননি আধিকারিকরা। এভাবে চলতে থাকলে ইডির পক্ষে তদন্ত করা সম্ভব নয়।
আদালতের নির্দেশের পরও কেন ইডিকে বারবার চিঠি পাঠানো হচ্ছে তার কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি রাজ্যের আইনজীবী। এর পর বিচারপতি সিনহা নির্দেশ দেন, নিম্ন আদালতের বিচারকের নির্দেশনামা আপাতত অন্তরালে থাকবে। সেগুলি কার্যকর হবে না। এব্যাপারে ইডিকে নতুন করে কোনও চিঠি পাঠাতে পারবে না কলকাতা পুলিশ। কুন্তলের চিঠি মামলার তদন্তভার থাকবে ইডির হাতেই। হাইকোর্টের এই নির্দেশে কলকাতা পুলিশের অস্বস্তি বাড়ল বলে মনে করা হচ্ছে। এবিষয়ে তাদের অতিসক্রিয়তার পিছনে কোনও প্রভাবশালীর মদত রয়েছে কি না সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।