ছাত্রমৃত্যুর জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কসবার সিলভার পয়েন্ট স্কুল। বৃহস্পতিবার স্কুলের সামনে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। এর ফলে ওই স্কুলের কয়েক হাজার ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। ওদিকে ছাত্রমৃত্যুর তদন্তে স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের লাগাতার জেরা করে চলেছে পুলিশ।
বৃহস্পতিবার স্কুলের সামনে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ছাত্রদের নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ থাকবে। গত সোমবার ওই স্কুলের ৫ তলা থেকে পড়ে মৃত্যু হয় শান নামে এক দশম শ্রেণির ছাত্রের। পরিবারের দাবি, ছাত্রকে খুন করে ফেলে দেওয়া হয়েছে। বুধবার ছাত্রের ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যায়, ওপর থেকে পড়েই মৃত্যু হয়েছে তাঁর। শরীরের ডান দিকের বেশ কয়েকটি হাড় ভেঙেছে। তবে ছাত্র নিজেই লাফ দিয়েছে না কেউ তাঁকে ধাক্কা দিয়েছে তা এখনো স্পষ্ট নয়।
পরিবারের তরফে অভিযোগ পেয়ে সাত তাড়াতাড়ি স্কুলের অধ্যক্ষসহ ৪ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পুলিশ। এর পর স্কুলের একাধিক শিক্ষক ও শিক্ষাকর্মীকে জেরা করেছেন তদন্তকারীরা। কিন্তু তাঁরা সবাই জানিয়েছেন, ছাত্রকে কেউ ঝাঁপ দিতে দেখেননি। দেখেছেন মাটিতে পড়ার পরে।
এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেল থেকে স্কুলের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান নিহত ছাত্রের পরিজন ও প্রতিবেশীরা। তাঁদের অভিযোগ, খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। মঙ্গলবার রাতে কসবা থানার সামনে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখেন তাঁরা। বুধবার ছাত্রের দেহের সৎকার হয়।
অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন ছাত্র ও অভিভাবকরা।