বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > গ্রেফতারির দশ বছর পূর্তিতে ভবিষ্য়তের পরিকল্পনা ফাঁস করলেন কুণাল ঘোষ

গ্রেফতারির দশ বছর পূর্তিতে ভবিষ্য়তের পরিকল্পনা ফাঁস করলেন কুণাল ঘোষ

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

নিজের এক্স হ্যান্ডেলে এদিন কুণাল ঘোষ লিখেছেন, ‘আমি দলের এমপি, এম এল এ হব না। দলের তরফে জনপ্রতিনিধি হব না। যতদিন ইচ্ছে থাকবে সসম্মানে দলের সাংগঠনিক কাজ করব। তারপর জীবন যেভাবে বলবে, সেইভাবে চলব।’ তিনি আরও জানান, গ্রেফতারের দিনগুলি কিছুতেই ভুলবেন না।

সারদা মামলায় ১০ বছর আগে গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ। বৃহস্পতিবার ১০ বছর পূর্তি উপলক্ষে আজ নিজের এক্স হ্যান্ডেলে আবেগঘন পোস্ট করলেন কুণাল ঘোষ। তাতে যেমন নিজের লড়াইয়ের কথা লিখেছেন তেমনি তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন। আর সেই সঙ্গে নিজের পোস্টে তিনি দাবি করেছেন, তিনি কখনও কোনও জনপ্রতিনিধি হবেন না। তাঁর এই পোস্টকে ঘিরে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: ‘‌এটা আদতে একটা চমক’‌, কটাক্ষ শুভেন্দুর ‘‌ভুলভাল বকছেন’‌, পাল্টা খোঁচা কুণালের

নিজের এক্স হ্যান্ডেলে এদিন কুণাল ঘোষ লিখেছেন, ‘আমি দলের এমপি, এম এল এ হব না। দলের তরফে জনপ্রতিনিধি হব না। যতদিন ইচ্ছে থাকবে সসম্মানে দলের সাংগঠনিক কাজ করব। তারপর জীবন যেভাবে বলবে, সেইভাবে চলব।’ তিনি আরও জানান, গ্রেফতারের দিনগুলি কিছুতেই ভুলবেন না। তাঁর দাবি, তাঁর ঘাড়ে যে কলঙ্ক চাপানো হয়েছিল তা তিনি কখনও ভুলবেন না। এর পাশাপাশি তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বলে ফের এদিনের পোস্টে ফের দাবি করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, ‘ঠিক দশ বছর আগে আজকের তারিখে বিনা দোষে চক্রান্তমূলকভাবে আমাকে গ্রেফতার করা হয়েছিল। অনেকে ভেবেছিল আমি ধ্বংস হয়ে যাব। ঈশ্বরের আশীর্বাদে এখনও আছি। মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলায় জর্জরিত থেকেও আইনে লড়ছি। জীবনযুদ্ধে লড়ছি। সাংবাদিকতা, লেখালিখি, রাজনীতিতে আছি, লড়াই করছি। ’

তিনি এদিনের পোস্টে রাজ্য ও কেন্দ্র দুই সরকারের এজেন্সির বিরুদ্ধেই লড়াই চলছে বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কঠিনতম দিনগুলিতে যারা তাঁর পাশে ছিলেন তাদের প্রতি তিনি চিরকৃতজ্ঞ থাকবেন। তিনি লেখেন, ‘আমার এবং আমার ঘনিষ্ঠদের সেদিনের চোখের জল, আর্তনাদ বৃথা যাবে না। সময় তা প্রমাণ করবে। ঈশ্বরের বিচার থেকে ষড়যন্ত্রীরা বাদ যাবে না।’

দলের প্রতি আনুগত্য বোঝাতে তিনি লিখেছেন, ‘আমি তৃণমূল কংগ্রেস করছি। শুধু এটা প্রমাণ করতে যে মন থেকেই দলটা করে এসেছি। আমি একজন সৈনিক এবং কুণাল ঘোষ বেইমান নয়।’ উল্লেখ্য, কয়েক মাস আগেই রাজ্য তৃণমূলের তরফে কুণালকে দলের তমলুক সাংগঠনিক জেলার সংগঠন দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সময় জল্পনা শুরু হয়েছিল তাঁকে তমলুক লোকসভা আসন থেকে প্রার্থী করতে পারে তৃণমূল। তবে এদিনের পোস্টে সেই দাবি নস্যাৎ করলেন কুণাল ঘোষ।

বাংলার মুখ খবর

Latest News

এবার অনশনে সিনিয়ররা, জুনিয়রদের পাশে থাকতে বিরাট সিদ্ধান্ত ডাক্তারদের ‘‌স্বামী–প্রেমিক দু’‌জনের সঙ্গেই থাকতে চাই’‌, গৃহবধূর আবদারে চাপে ভূপতিনগর পুলিশ Kitchen Cleaning Tips: রান্নাঘরের চিমনি কীভাবে পরিষ্কার করবেন? ‘আমেরিকার বাজারে ঢুকেই চূড়ান্ত সফল আমূল, এবার লক্ষ্য ইউরোপ’ কবে কোথায় হবে জয়নগরের নির্যাতিতার দেহের ময়নাতদন্ত, স্পষ্ট জানাল হাইকোর্ট ‘ছোটতে মেয়ের মতো সাজাতেন মা,বড় হয়ে শরীরটা পাল্টে গেলেও মননে থেকেই গেল…ভাগ্যিস..’ থানার মধ্যেই সিভিকের ‘শ্লীলতাহানি’ পুলিশের SI-র, সিপিকে চিঠি, 'আগেও মদ খেয়ে…' মমতার ভাইকে সরানো হল হকি বেঙ্গলের সভাপতির পদ থেকে, বাবুনের পদে এবার সুজিত দুর্গাপুজোয় শহরের রাজপথে নামছে ১০ হাজার বাড়তি পুলিশ, থাকছে ২০০টি পিকেট এশিয়া কাপ পরের বার ভারতে, তারপরে কোথায় কোথায় হবে কোন ফর্ম্যাটে, জানুন বিস্তারিত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.