লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে প্রত্যাশা মতোই কল্পতরু হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার রাজ্য বাজেটে এক ধাক্কায় লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দ্বিগুণ করার কথা ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও এক কিস্তি DA ঘোষণা করলেন তিনি।
এদিন বাজেট ভাষণে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন সাধারণ শ্রেণির জন্য লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্য ৫০০ থেকে বেড়ে হবে ১০০০ টাকা। এছাড়া সংরক্ষিতদের জন্য ১০০০ থেকে বেড়ে হবে ১২০০ টাকা। মে মাস থেকে এই টাকা পাওয়া যাবে। এর জন্য রাজ্য সরকারের ১২০০০ কোটি অতিরিক্ত টাকা খরচ হবে। এছাড়া রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছেন তিনি। মে মাস থেকে কার্যকর হবে এই ঘোষণা। এই প্রস্তাব কার্যকর হলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের DAর ফারাক কমে হবে ৩২ শতাংশ। এছাড়া সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশের ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছেন তিনি।
এদিন চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট ভাষণে কেন্দ্রকে লাগাতার আক্রমণ করতে থাকেন। পালটা স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। স্পিকার তাঁদের নিরস্ত করার চেষ্টা করলেও শান্ত হননি। এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠে বিজেপি বিধায়কদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। বলেন, এটা বিজেপির পার্টি অফিস না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তাই আপনাদের সাসপেন্ড করতে বলব না। কিন্তু বিজেপি বাংলার ভালো চায় না। মমতা প্রশ্ন করেন, আপনারা বলতে দিচ্ছেন না কেন? আপনারা কি ভয় পাচ্ছেন?
এদিনের বাজেট ভাষণে কেন্দ্রের ১০০ দিনের কাজের পালটা ৫০ দিনের কাজ প্রকল্পের ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পের অধীনে মানুষকে ৫০ দিন কাজ দেবে রাজ্য সরকার।