সংসদে তাণ্ডবের ঘটনায় মূলচক্রী ললিত ঝায়ের সঙ্গে যোগাযোগ ছিল এমন আরও এক যুবকের খোঁজ পেল পুলিশ। সায়ন পাল নামে সেই যুবকও সাম্যবাদী সুভাষ সভা নামে ওই সংগঠেনর সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশের কাছে সংগঠনের তরফে কর্মসূচির আবেদন জানানোর সময় সায়নের নাম উল্লেখ করেছিলেন ললিত ঝা। তবে সায়নের দাবি, ললিতকে চেনেনই না তিনি।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জুন মাসে কলকাতায় এক মিছিল করার জন্য পুলিশের কাছে আবেদন করেছিল সাম্যবাদী সুভাষ সভা নামে সংগঠনটি। আবেদনকারী হিসাবে সই করেছিলেন ললিত ঝা। আর সেই চিঠিতে সংগঠনের স্বেচ্ছাসেবক হিসাবে নাম ছিল নীলাক্ষ আইচ ও সায়ন পালের। এর পরই তাঁর সঙ্গে যোগাযোগ করে পুলিশ।
ফোনে সায়ন জানিয়েছেন, তিনি সংগঠনের সঙ্গে যুক্ত হলেও ললিতকে চেনেন না। কোনও দিন দেখেনওনি। ৫০০ জনের একটি গ্রুপের একজন সদস্য তিনি। সেই গ্রুপের একজনের কোনও কাজের দায় বাকিদের হতে পারে না।
তবে বিষয়টিকে হালকা ভাবে নিতে নারাজ পুলিশ। তারা সায়নকে বিস্তারে জিজ্ঞাসাবাদ করবে বলে সূত্রের খবর। এর আগে এই সংগঠনের আরেক সদস্য নীলাক্ষ আইচের সঙ্গে ললিত ঝার যোগাযোগের ব্যাপারটি প্রকাশ্যে আসে। এবার এল দ্বিতীয় নাম।