আজ, বৃহস্পতিবার বামফ্রন্টের আংশিক প্রার্থী তালিকা প্রকাশিত হল। এটাই তাদের প্রথম দফার প্রার্থী তালিকা। বাকি কেন্দ্রগুলির প্রার্থী ঘোষণা করতে আর একটু সময় নিচ্ছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কারণ সেখানে জোটের জন্য দরজা খোলা রাখা হয়েছে। আজ ১৬ জন প্রার্থীর নাম প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তবে ১৬ জন প্রার্থীর মধ্যে ১৪ জনই নতুন মুখ। কংগ্রেসের সঙ্গে এখনও জোট অধরা। আইএসএফ যে দাবি করেছে তা মানা সম্ভব নয় বলে আনানো হয়েছে। তবে আরও আলোচনা করেই বাকি আসনগুলিতে প্রার্থী দেওয়া হবে বলে বামফ্রন্ট সূত্রে খবর।
এদিকে তৃণমূল কংগ্রেস ব্রিগেড থেকে এক নিঃশ্বাসে ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করে সব বিরোধীদের টেক্কা দিয়েছে। বিজেপি ২০টি আসনের প্রার্থী ঘোষণা করেছিল। কিন্তু তার মধ্যেও একটি আসনে গোলমাল তৈরি হয়। তাতে অস্বস্তি বেড়েছে। বাকি ২৩টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। তবে এই আবহে ১৬ জনের নাম ঘোষণা করতে পেরেছে বামফ্রন্ট। তাদের মধ্যে বেশিরভাগই নতুন প্রজন্মের। দমদম থেকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেদিনীপুরে সিপিআই নেতা বিপ্লব ভট্ট প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই দু’জন ছাড়া বাকি ১৪ জনই নতুন মুখ। এই ১৪ জন হলেন—কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের নীতীশ চন্দ্র রায়, জলপাইগুড়িতে সিপিএমের দেবরাজ বর্মণ, বালুরঘাটে আরএসপি’র জয়দেব সিদ্ধান্ত, কৃষ্ণনগরে সিপিএমের এস এম শাদি।
আরও পড়ুন: ‘পাগলা খাবি কি ঝাঁঝে মরে যাবি’, লেজ গুটিয়ে পালিয়েছে বিজেপি হুঙ্কার অভিষেকের
অন্যদিকে যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন সৃজন ভট্টাচার্য। কলকাতা দক্ষিণ থেকে প্রার্থী হয়েছেন সিপিএমের সায়েরা শাহ হালিম। তিনি ডাঃ ফুয়াদ হালিমের স্ত্রী। বালিগঞ্জ উপনির্বাচনে বাবুল সুপ্রিয়র কাছে পরাজিত হন। শ্রীরামপুর থেকে প্রার্থী হন দীপ্সিতা ধর। হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী মনদীপ ঘোষ। তমলুক থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সায়ন বন্দ্য়োপাধ্যায়। প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী রয়েছে। যাদের বিরুদ্ধে লড়াই করতে হবে বাম প্রার্থীদের। তবে তৃণমূল কংগ্রেসের অনেকেই নতুন প্রজন্মের প্রার্থী হয়েছেন।
এছাড়া এই তালিকায় তিনজন মহিলা প্রার্থী আছেন। তবে বাঁকুড়া থেকে প্রার্থী হয়েছেন নীলাঞ্জন দাশগুপ্ত। বিষ্ণুপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শীতল কৈবর্ত। নীরব খান প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্ধমান পূর্ব আসন থেকে। আসানসোল থেকে প্রার্থী হয়েছেন জাহানারা খাতুন। হাওড়া থেকে প্রার্থী হয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তবে এই বিষয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘বামফ্রন্টের শরিকদলগুলি ছাড়া অন্য কারও সঙ্গে কখনই জোট ছিল না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আসন সমঝোতা হয়েছিল। এবারেও তা হতে পারে। আশা করছি দু’দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। তখন আমরা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব। আর বাকিরাও নিশ্চয়ই তাঁদের মত জানাবেন।’