বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রাজ্যে ১৫% কর্মী দিয়ে জুটমিল চালুর নির্দেশ মমতার, আশঙ্কার প্রহর গুনছে শিল্পমহল

রাজ্যে ১৫% কর্মী দিয়ে জুটমিল চালুর নির্দেশ মমতার, আশঙ্কার প্রহর গুনছে শিল্পমহল

রাজ্যে বর্তমানে ৬০টি জুটমিল রয়েছে, যাতে প্রায় ২ লাখ কর্মী কাজ করেন।

সীমিত সংখ্যক কর্মীর সাহায্যে উৎপাদিত সামগ্রী বিক্রি করে যে পরিমাণ অর্থ পাওয়া যাবে, তা কর্মীদের বেতন দিতেও যথেষ্ট হবে না।

লকডাউনের মেয়াদ বাড়লেও রাজ্যের জুটমিলগুলি চালু করার সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বুধবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, মিলগুলিতে আপাতত ১৫% কর্মীদের দিয়ে কাজ চালাতে হবে।

কেন্দ্রের তরফে একাধিক বার অনুরোধ আসার পরে সীমিত সংখ্যক কর্মীদের দিয়ে রাজ্যের জুটমিলগুলি চালু করার সিদ্ধান্ত নিল বাংলার সরকার।

যদিও শিল্পমহলের একাংশের দাবি, বেশিরভাগ মিল কর্তৃপক্ষই মাত্র ১৫% কর্মী দিয়ে মিল চালানোর বিষয়ে রাজি হবে না, কারণ তাতে যা খরচ দাঁড়াবে, তার চেয়ে মিল বন্ধ রাখা ভালো। তা ছাড়া, কর্মীসংখ্যা সীমিত হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে পারে বলেও তাঁদের ধারণা।

বুধবার মমতা বলেন, ‘মিল চালু করার ব্যাপারে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি এবং মহারাষ্ট্র ও তেলেঙ্গানা থেকেও ফোন পেয়েছি। রাজ্যে ফসল তোলার সময়ও এসে গিয়েছে। এখন কাজ করতে না দিলে পাটের জায়গা নেবে প্লাস্টিক।’

কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী অবশ্য গত ১৩ এপ্রিল মুখ্যমন্ত্রীকে লেখা তাঁর চিঠিতে রাজ্যের ১৮টি জুটমিল খোলার বিষয়ে অনুরোধ জানিয়েছিলেন, এবং সেই মিলগুলির নাম করে চিহ্নিত করেও দিয়েছিলেন। সেই সঙ্গে মিলের ২৫ শতাংশ কর্মীকে বহালের কথা লিখেছিলেন। কিন্তু তার জেরে রাজ্যের প্রতিটি জুটমিলই চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এ দিন তিনি বলেন, ‘শুধুমাত্র ১৮টি জুটমিল চালু করলে তা অবিচার হবে। এই কারণে আমরা প্রতিটি মিলই চালু করতে বলেছি এবং সেখানে ১৫ শতাংশ কর্মীকে একদিন অন্তর কাজ করার অনুমতি দিয়েছি। তবে তার জন্য সমস্ত বিধিনিষেধ মেনে চলতে হবে, যার মধ্যে রয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা।’

উল্লেখ্য, রাজ্যে বর্তমানে ৬০টি জুটমিল রয়েছে, যাতে প্রায় ২ লাখ কর্মী কাজ করেন। প্রতি মিলে গড়ে ৩,০০০ কর্মী কাজ করেন।

রাজ্যের এক জুটমিল কর্তা জানিয়েছেন, শুধুমাত্র মিলের নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজেই ১৫% কর্মী প্রয়োজন হয়। তাঁর দাবি, সীমিত সংখ্যক কর্মীর সাহায্যে উৎপাদিত সামগ্রী বিক্রি করে যে পরিমাণ অর্থ পাওয়া যাবে, তা কর্মীদের বেতন দিতেও যথেষ্ট হবে না।

আর এক মিলকর্তা জানিয়েছেন, প্রায় ৮০% কর্মী মিলের আশপাশেই বসবাস করেন। মাত্র ১৫% কর্মীকে কাজে বহাল করলে আইন-শৃঙ্খলার অবনতি দেখা দিতে পারে।

এই পরিথিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে মিল চালু করলে যে নতুন বিপদ তৈরি হবে, তা নিয়েই শঙ্কিত রাজ্যের শিল্পমহল।

বাংলার মুখ খবর

Latest News

শ্রেয়স, তুষারকে নিয়ে শুরু করেছিলেন ছবি, শেষের আগেই প্রয়াত পরিচালক সঙ্গীত শিবন Video: 'ডাল মে কুছ কালা হ্যায়', আদানি-আম্বানির নাম তুলে রাহুলকে টার্গেট মোদীর রোহিত IPL 2025-এ MI-এর হয়ে খেলবেন না, বড় দাবি করলেন পাক কিংবদন্তি আক্রম HS মেধা তালিকায় নজর কাড়ল কোচবিহারের সুনীতি একাডেমি, সফলতার মন্ত্রটা জানুন প্রয়াত জ্যাক অলিভঅয়েল গ্রুপ ও হ্যানিম্যান ল্যাবরেটরির কর্ণধার রসময় দাস আগামিকাল কেমন কাটবে আপনার? পাবেন কি ভাগ্যের সাহায্য? জেনে নিন ৯ মে’র রাশিফল উচ্চমাধ্যমিকে প্রথম অভীকের টার্গেট IISc,দ্বিতীয় সৌম্যদীপ ও তৃতীয় অভিষেক কী বললেন নীল জ্বরের প্রকোপে কাবু কেরলের ৩ জেলা, সতর্কতা জারি স্বাস্থ্য দফতরের ইন্ডিয়ান ওভারসিস কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে 'স্বেচ্ছায়' ইস্তফা স্যাম পিত্রোদার আমার ভিতর ও বাহিরে রবীন্দ্র সঙ্গীত! পঁচিশে বৈশাখে পোস্ট করে ট্রোল্ড নুসরত

Latest IPL News

বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা! IPL-সঞ্জুর আউটের পরই উচ্ছাস, বিতর্ক ধামাচাপা দিতে হাত মেলালেন ক্যাপিটালসের মালিক একটু হলেই হতে পারত বড় বিপদ- চার মারলেন যশস্বী, অল্পের জন্য রক্ষা পেলেন বাটলার ‘ব্যাটিংয়ের সময় মাথার পজিশন ঠিক থাকছে না’, কার পরামর্শে বদলে গেলেন ম্যাকগার্ক? IPL 2024-রাজধানীতে ক্রিকেটের মাঠেও রাজনীতির ছায়া, উঠল কেজরিওয়ালের নামে স্লোগান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.